সচিন-শেনের পাল্টা লিগ চালু করতে চায় ডিন জোন্স, ওই লিগে থাকবে আক্রম, লারা

রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়ে গেল সচিন তেন্ডুলকর-শেন ওয়ার্নের টি-টোয়েন্টি লিগ। দুবাইতে সচিন-ওয়ার্নরা যখন আইসিসি প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন ও সিইও ডেভ রিচার্ডসনের সঙ্গে আলোচনা চালাচ্ছেন ঠিক তখনই পাল্টা টুর্নামেন্টের আয়োজন সেরে ফেললেন ডিন জোন্সরা। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে  সচিনরা একটি টি-টোয়েন্টি করার উদ্যোগ নিয়েছেন। এই টুর্নামেন্টে সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, গ্লেন ম্যাকগ্রার মতন তারকাদের খেলার কথা। প্রতি বছর অগাস্টে এই টুর্নামেন্ট করার প্রস্তাব আইসিসিকে দিয়েছেন সচিন-ওয়ার্নরা। উল্টোদিকে ডিন জোন্সের টুর্নামেন্টে ওয়াসিম আক্রম, ব্রায়ান লারার মতন ক্রিকেটারদের খেলার কথা রয়েছে।

Updated By: Jun 5, 2015, 03:38 PM IST
সচিন-শেনের পাল্টা লিগ চালু করতে চায় ডিন জোন্স, ওই লিগে থাকবে আক্রম, লারা

ওয়েব ডেস্ক: রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়ে গেল সচিন তেন্ডুলকর-শেন ওয়ার্নের টি-টোয়েন্টি লিগ। দুবাইতে সচিন-ওয়ার্নরা যখন আইসিসি প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন ও সিইও ডেভ রিচার্ডসনের সঙ্গে আলোচনা চালাচ্ছেন ঠিক তখনই পাল্টা টুর্নামেন্টের আয়োজন সেরে ফেললেন ডিন জোন্সরা। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে  সচিনরা একটি টি-টোয়েন্টি করার উদ্যোগ নিয়েছেন। এই টুর্নামেন্টে সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, গ্লেন ম্যাকগ্রার মতন তারকাদের খেলার কথা। প্রতি বছর অগাস্টে এই টুর্নামেন্ট করার প্রস্তাব আইসিসিকে দিয়েছেন সচিন-ওয়ার্নরা। উল্টোদিকে ডিন জোন্সের টুর্নামেন্টে ওয়াসিম আক্রম, ব্রায়ান লারার মতন ক্রিকেটারদের খেলার কথা রয়েছে।

.