ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরাদের তালিকায় নেই কোনও ভারতীয়!

ক্রিকেট অস্ট্রেলিয়া ২০১৬-২০১৭ অর্থবর্ষে তাদের বিচারে সেরা একদিনের ক্রিকেটারদের নাম ঘোষণা করল। কিন্তু সেই তালিকায় নেই কোনও ভারতীয় ব্যাটসম্যানের নাম। আগে বরং দেখে নিন সেরা ব্যাটসম্যান, বোলার, উইকেটকিপারদের তালিকাটাই।

Updated By: Jul 4, 2017, 01:59 PM IST
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরাদের তালিকায় নেই কোনও ভারতীয়!

ওয়েব ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়া ২০১৬-২০১৭ অর্থবর্ষে তাদের বিচারে সেরা একদিনের ক্রিকেটারদের নাম ঘোষণা করল। কিন্তু সেই তালিকায় নেই কোনও ভারতীয় ব্যাটসম্যানের নাম। আগে বরং দেখে নিন সেরা ব্যাটসম্যান, বোলার, উইকেটকিপারদের তালিকাটাই।

আরও পড়ুন জল্পনা শেষ, জানুন নয়া কোচের দৌড়ে আপাতত এগিয়ে কে

সেরা ব্যাটসম্যান -
১) ডেভিড ওয়ার্নার, ২২ ইনিংসে, ১৩২৩ রান, গড় ৬৩
২) জো রুট, ২০ ইনিংসে ১১৫২ রান, গড় ৬৭.৭৬
৩) ফ্যাফ ডুপ্লেসি, ২২ ইনিংসে, ১০৮৫ রান, গড় ৫৪.২৫
৪) বাবর আজম, ২২ ইনিংসে ১০৮০ রান, গড় ৫৬.৮৪
৫) কুইন্টন ডিকক, ২২ ইনিংসে, ১০৫১ রান, গড় ৪৭.৭৭

বিরাট কোহলি সেখানে ১৬ ইনিংসে ৯৩১ রান করেছেন ৯৩.১০ গড় নিয়ে। অথচ, তিনি নেই সেরা ব্যাটসম্যানদের তালিকায়! এবার দেখে নিন একদিনের ম্যাচে সেরা বোলারদের তালিকা -

১) রশিদ খান, ২০ ম্যাচে ৫২ উইকেট
২) হাসান আলি, ২১ ম্যাচে ৪২ উইকেট
৩) আদিল রশিদ, ১৯ ম্যাচে ৩৯ উইকেট
৪) মিচেল স্টার্ক, ১৭ ম্যাচে ৩৬ উইকেট
৫) লিয়াম প্লাঙ্কেট, ১৯ ম্যাচে ৩৬ উইকেট

সেরা তিন উইকেটকিপার হলেন -
১)জস বাটলার
২) কুইন্টন ডিকক
৩) ম্যাথু ওয়েড 

আরও পড়ুন  সৌরভ গাঙ্গুলিকেও টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনি

.