মুম্বই ক্রিকেটে ফের পাওয়ার রাজ

ফের মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হলেন শরদ পাওয়ার। বিরোধী গোষ্ঠীর প্রার্থী বিজয় পাটিলকে ১৭২-১৪৫ ভোটের ব্যবধানে হারিয়ে মুম্বই ক্রিকেটে সাতবার পাওয়ার রাজ রয়ে গেল। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন পাওয়ার গোষ্ঠীর প্রার্থী দিলীপ বেঙ্গসরকার, আশিষ সেলারও। বিরোধী গোষ্ঠী পাওয়ারদের কঠিন লড়াই দিলেও শরদের চালে শেষ অবধি বাজিমত করল শাসক গোষ্ঠী।

Updated By: Jun 17, 2015, 09:06 PM IST
মুম্বই ক্রিকেটে ফের পাওয়ার রাজ

ওয়েব ডেস্ক: ফের মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হলেন শরদ পাওয়ার। বিরোধী গোষ্ঠীর প্রার্থী বিজয় পাটিলকে ১৭২-১৪৫ ভোটের ব্যবধানে হারিয়ে মুম্বই ক্রিকেটে সাতবার পাওয়ার রাজ রয়ে গেল। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন পাওয়ার গোষ্ঠীর প্রার্থী দিলীপ বেঙ্গসরকার, আশিষ সেলারও। বিরোধী গোষ্ঠী পাওয়ারদের কঠিন লড়াই দিলেও শরদের চালে শেষ অবধি বাজিমত করল শাসক গোষ্ঠী।

এদিকে, পরপর দুবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিজের দলকেও প্রস্তুত করছেন ভারত অধিনায়ক ধোনি। দলের দুর্বল জায়গাটিও মাহি খুঁজে বার করেছেন। ব্যাটিংয়ের ছয় এবং সাত নম্বর পজিশনে ধারাবাহিকতার অভাব রয়েছে বলে তিনি মনে করেন। ধোনির মতে এই জায়গাটি মেরামত করতে হবে।
                          
লোয়ার অর্ডারে আর অশ্বিনের অবশ্য ভূয়সী প্রশংসা করেছেন ধোনি। তার মতে অশ্বিন খুব বুদ্ধিমান ক্রিকেটার।  বলের পাশাপাশি ব্যাটিংয়েও উন্নতি করেছেন অশ্বিন। মাহি মনে করেন শুধু একদিনের নয়, টেস্টেও অশ্বিনকে ব্যাটিংয়ের সাত নম্বর পজিশনে তৈরি করলে দলের লাভ হবে।

.