কুকদের সঙ্গে `মাখামাখি`, সিএবির রোষানলে প্রবীর

ইংল্যান্ড অনুশীলনে ব্রিটিশ ক্রিকেটারদের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করার জন্য ফের সিএবি-র রোষানলে পড়লেন পিচ কিউরেটর প্রবীর মুখার্জি। পাশাপাশি  টেস্ট শুরুর তিনদিন আগে থেকেই পিচে ঘাস ছাঁটার কাজ প্রায় শেষ করে ফেললেন গ্রাউন্ডসম্যানরা। পিচকে হেভিরোলার দিয়ে রোল করাও হয়। কার্যত ভারতীয় দলের চাহিদামত পিচ দিতে যা যা করা দরকার সবই করে ফেলল সিএবি। 

Updated By: Dec 2, 2012, 08:44 PM IST

ইংল্যান্ড অনুশীলনে ব্রিটিশ ক্রিকেটারদের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করার জন্য ফের সিএবি-র রোষানলে পড়লেন পিচ কিউরেটর প্রবীর মুখার্জি। পাশাপাশি  টেস্ট শুরুর তিনদিন আগে থেকেই পিচে ঘাস ছাঁটার কাজ প্রায় শেষ করে ফেললেন গ্রাউন্ডসম্যানরা। পিচকে হেভিরোলার দিয়ে রোল করাও হয়। কার্যত ভারতীয় দলের চাহিদামত পিচ দিতে যা যা করা দরকার সবই করে ফেলল সিএবি। 
ইংল্যান্ড দলও অনুশীলনে এসে বুঝে যায় ভারতীয় দলের জন্য ফের ঘূর্ণি পিচ তৈরি হচ্ছে ইডেনে। ফলে তারাও সারাদিন দলের তিন স্পিনার ও স্থানীয় দুজন স্পিনারের বিরুদ্ধেই সারাক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। সোমবার আরও দুজন অতিরিক্ত স্পিনার চেয়েছেন কুকরা। এর আগে পিচ কিউরেটর প্রবীর মুখার্জি বলেছিলেন, ধোনি চান এমন পিচ যাতে ইডেন টেস্ট তিনদিনেই শেষ হয়ে যায়। 

.