প্যারালাইসিস অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরে রুপো জিতলেন প্রকাশ

গ্লাসগো কমনওয়েলথ গেমসে শুটিংয়ে অল্পের জন্য আরও একটা সোনা হাতছাড়া হল ভারতের।

Updated By: Jul 26, 2014, 09:55 PM IST
প্যারালাইসিস অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরে রুপো জিতলেন প্রকাশ

গ্লাসগো: গ্লাসগো কমনওয়েলথ গেমসে শুটিংয়ে অল্পের জন্য আরও একটা সোনা হাতছাড়া হল ভারতের। অভিনব বিন্দ্রার সোনার পর গেমসের তৃতীয় দিনের শুরুতেই ভারতকে রুপোর পদক এনে দিলেন প্রকাশ নানজাপ্পা। ১০ মিটার এয়ার পিস্টলে খুব সামান্য ব্যবধানের জন্য সোনা জিততে পারলেন না নানজাপ্পা। এক বছর আগে গ্রানাডায় এক শুচটিং প্রতিযোগিতা চলাকালীন ফেসিয়াল প্যারালাইসিসে রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রকাশ।

কমনওয়েলথে শুটিংয়ে এটি ভারতের তৃতীয় পদক। শীর্ষে থেকে কোয়ালিফিকেশন রাউন্ড শেষ করেছিলেন প্রকাশ। তাই বেঙ্গালুরুর এই শুটারকে ঘিরে প্রত্যাশা ছিল চরমে। কিন্তু ফাইনালে প্রতিযোগিতার মাঝে একটি মারাত্মক ভুল করেন প্রকাশ। যার ফলে এক সময় এগিয়ে থেকেও রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। ১৯৯.৫ পয়েন্ট পয়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়ে রেপাচোলি। প্রকাশের পয়েন্ট ১৯৮.২।

.