Assembly Election Results 2017

ইস্টবেঙ্গল ম্যাচে ওয়াক ওভার দিচ্ছে প্রয়াগ

ঘরোয়া লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওয়াক ওভার দিয়ে দিচ্ছে প্রয়াগ ইউনাইটেড। মঙ্গলবার ঘরোয়া লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল আর প্রয়াগের। এই মুহূর্তে আই লিগের ম্যাচ খেলতে পুণেয় রয়েছে প্রয়াগ ফুটবলাররা। তাই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়,তাদের পক্ষে মঙ্গলবারের ম্যাচ খেলা কোনওভাবেই সম্ভব নয়। আইএফএ-ও জানিয়ে দেয়,যে এই ম্যাচ তাদের পক্ষে পিছিয়ে দেওয়া সম্ভব নয়।

Updated: Jan 14, 2013, 07:56 PM IST

ঘরোয়া লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওয়াক ওভার দিয়ে দিচ্ছে প্রয়াগ ইউনাইটেড। মঙ্গলবার ঘরোয়া লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল আর প্রয়াগের। এই মুহূর্তে আই লিগের ম্যাচ খেলতে পুণেয় রয়েছে প্রয়াগ ফুটবলাররা। তাই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়,তাদের পক্ষে মঙ্গলবারের ম্যাচ খেলা কোনওভাবেই সম্ভব নয়। আইএফএ-ও জানিয়ে দেয়,যে এই ম্যাচ তাদের পক্ষে পিছিয়ে দেওয়া সম্ভব নয়।
কেননা এই ম্যাচ পেছলে তাদের পক্ষে লিগ শেষ করা কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে ম্যাচ ওয়াক ওভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রয়াগ কর্তারা। দুই দলই ইতিমধ্যেই পরের রাউন্ডে চলে গেছে। তাই এই ম্যাচ ছিল নেহাতই নিয়মরক্ষার। কিন্তু প্রশ্ন উঠছে,আই লিগের সূচি না জেনে বা প্রয়াগের কর্তাদের সঙ্গে কথা না বলে আইএফএ কিভাবে মঙ্গলবার ম্যাচের সূচি ঠিক করল।