উইম্বল্ডন থেকে ছিটকে গিয়ে হতাশ নাদাল

২০১৫ উইম্বল্ডন প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়ে হতাশ হয়ে পড়েছেন রাফায়েল নাদাল। উইম্বলডনে ডাস্টিন ব্রাউনের বিরুদ্ধে হারকে কিছুতেই মেনে নিতে পারছেন না একদা শীর্ষ বাছাই এই স্প্যানিশ তারকা। বৃহস্পতিবার গভীর রাতে ব্রাউন্র কাছে হেরে উইম্বলডনকে বিদায় জানিয়েছেন নাদাল। রাফা আশঙ্কিত আর কোনওদিন বোধহয় সেরা ফর্মে ফিরতে পারবেন না তিনি। নিজেকে মোটিভেট করার তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন নাদাল। তাঁর দাবি ২০০৮ এবং ২০১০ সেরা ফর্মে ছিলেন তিনি। সেই ফর্ম আবার ফিরে পাওয়াটা খুব কঠিন বলে জানিয়েছেন রাফায়েল নাদাল। 

Updated By: Jul 4, 2015, 09:56 AM IST
উইম্বল্ডন থেকে ছিটকে গিয়ে হতাশ নাদাল

ব্যুরো: ২০১৫ উইম্বল্ডন প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়ে হতাশ হয়ে পড়েছেন রাফায়েল নাদাল। উইম্বলডনে ডাস্টিন ব্রাউনের বিরুদ্ধে হারকে কিছুতেই মেনে নিতে পারছেন না একদা শীর্ষ বাছাই এই স্প্যানিশ তারকা। বৃহস্পতিবার গভীর রাতে ব্রাউন্র কাছে হেরে উইম্বলডনকে বিদায় জানিয়েছেন নাদাল। রাফা আশঙ্কিত আর কোনওদিন বোধহয় সেরা ফর্মে ফিরতে পারবেন না তিনি। নিজেকে মোটিভেট করার তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন নাদাল। তাঁর দাবি ২০০৮ এবং ২০১০ সেরা ফর্মে ছিলেন তিনি। সেই ফর্ম আবার ফিরে পাওয়াটা খুব কঠিন বলে জানিয়েছেন রাফায়েল নাদাল। 

 

.