অ্যান্ডারসনের সঙ্গে ঝামেলার মাসুল, ৫০% ম্যাচ ফি কাটা গেল 'স্যর' জাদেজার

ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে ঝামেলায় জড়ানোর মাসুল গুনতে হল ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। 'স্যর' জাদেজাকে দোষী হিসাবে চিহ্নিত করল আইসিসি। নটিংহ্যাম টেস্টের ৫০% ম্যাচ ফি জরিমানা দিতে হবে জাদেজাকে।

Updated By: Jul 25, 2014, 05:11 PM IST
অ্যান্ডারসনের সঙ্গে ঝামেলার মাসুল, ৫০% ম্যাচ ফি কাটা গেল 'স্যর' জাদেজার

নিউ দিল্লি: ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে ঝামেলায় জড়ানোর মাসুল গুনতে হল ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। 'স্যর' জাদেজাকে দোষী হিসাবে চিহ্নিত করল আইসিসি। নটিংহ্যাম টেস্টের ৫০% ম্যাচ ফি জরিমানা দিতে হবে জাদেজাকে।

আইসিসি জানিয়েছে তাদের কোড অফ কনড্যাক্ট ভঙ্গ করেছেন জাদেজা। অতএব তাঁকে পকেট খালি করতে হবে। দিতে হবে অর্ধেক ম্যাচ ফি।

যদিও ম্যাচ রেফারি ডেভিড বুন সেই দিনকার ঝামেলার জন্য বেকসুর খালাস করেছিলেন জাদেজাকে। কিন্তু আইসিসি-এর দাবি জাদেজার আচরণ ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী ছিল। অন্যদিকে, জেমস অ্যান্ডারসনের বিষয়ে ১ অগাস্ট শুনানি দেবে আইসিসি।  

আইসিসি জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে জাদেজার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার অভিযোগ এনেছিল। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অ্যান্ডারসনের বিরুদ্ধে জাদেজাকে হেনস্থা ও ঠেলে দেওয়ার অভিযোগ করেছিলেন ভারতীয় টিম ম্যানেজার সুনীল দেব।

 

 

.