এবার গান গাইলেন রোনাল্ডিনহো, কিন্তু কাদের জন্য?

একটি গান গেয়েছেন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার রোনান্ডিনহো। নিজের দেশের দুই সঙ্গীতশিল্পী ঝামা এবং পাবলো লুইজ-এর সঙ্গে মিলে এই গানটি গেয়েছেন রোনাল্ডিনহো। পর্তুগিজ ভাষায় গাওয়া গানটির শিরোনাম 'এও সোদা মুনদো, উম বেন্সেদোর', যার বাংলা করলে দাঁড়ায়, 'আমি এসেছি পৃথিবী থেকে, বিজয়ী হয়ে।'

Updated By: Sep 2, 2016, 10:27 AM IST
 এবার গান গাইলেন রোনাল্ডিনহো, কিন্তু কাদের জন্য?

ওয়েব ডেস্ক: একটি গান গেয়েছেন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার রোনান্ডিনহো। নিজের দেশের দুই সঙ্গীতশিল্পী ঝামা এবং পাবলো লুইজ-এর সঙ্গে মিলে এই গানটি গেয়েছেন রোনাল্ডিনহো। পর্তুগিজ ভাষায় গাওয়া গানটির শিরোনাম 'এও সোদা মুনদো, উম বেন্সেদোর', যার বাংলা করলে দাঁড়ায়, 'আমি এসেছি পৃথিবী থেকে, বিজয়ী হয়ে।'

আরও পড়ুন ধর্ম এবং নাম নিয়ে হেজেলের পাশে দাঁড়ালেন যুবরাজ
 
নিজেকে প্যারা অলিম্পিকের একজন ভক্ত হিসেবে পরিচয় দেওয়া রোনাল্ডিনহো জানান যে এই অ্যাথলিটদের সাহস, সংকল্প আর অধ্যাবসায় থেকে অনুপ্রাণিত হয়েই গানটি গেয়েছেন তিনি। প্রাক্তন এই মিলান এবং বার্সেলোনা ফুটবলার বলেন, 'এই অ্যাথলিটদের কথা মাথায় রেখেই আমরা গানটি করি, যাতে তাঁদের আমরা শক্তি আর উৎসাহ দিতে পারি। তাঁরা বিজয়ীর চেয়েও বেশি কিছু, তাঁরা সুপার অ্যাথলিটস। তাঁদের খেলা দেখতে দর্শকদের মধ্যে আমিও থাকবো।' ব্রাজিলিয়ান প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ পার্সনস এই প্রসঙ্গে বলেন, 'যখন রোনাল্ডিনহো আমাদের সঙ্গে গানটির বিষয়ে কথা বললেন এবং দেখালেন, আমাদের মনে হয়েছে এটাই তো অ্যাথলিটদের জয়ের প্রেরণা। আমরা আশা করছি দর্শকরাও খুব পছন্দ করবেন গানটি।'

আরও পড়ুন  অবসর ভেঙে দেশের জার্সিতে ফিরেই ম্যাচের নায়ক মেসি

.