রোনাল্ডোর চুল নিয়ে চুলোচুলি টুইটারে

বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে তিনি। দেশের জার্সি থেকে ব্যর্থ এই যুক্তিতে এখন থেকেই সমালোচনায় বিদ্ধ তিনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন টুইটারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক রোনাল্ডো নন বলা ভাল তাঁর চুলের কায়দা বা হেয়ার স্টাইল।

Updated By: Jun 24, 2014, 08:12 PM IST

-----------------------------------------------------------------
বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে তিনি। দেশের জার্সি থেকে ব্যর্থ এই যুক্তিতে এখন থেকেই সমালোচনায় বিদ্ধ তিনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন টুইটারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক রোনাল্ডো নন বলা ভাল তাঁর চুলের কায়দা বা হেয়ার স্টাইল।

মার্কিনদের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডো দেখা যায় একটু অন্যরকম হেয়ারস্টাইলে। সিআরসেভেনের চুলের ধার দিয়ে অদ্ভুত এক রেখা দেখা যায়... জোর চর্চা শুরু হয় রোনাল্ডোর এই হেয়ারস্টাইল নিয়ে।

রোনাল্ডোর বিরোধিতার এই বাজারে অনেকেই বলতে থাকেন এটা আসলে মার্কেটিং গিমিং। আবার কেউ বলেন হয়ত কোনও পণ্যের ব্যান্ড বিজ্ঞাপন। এরপরই লিওনার্দো নামের একজন টুইটারে লেখেন ব্রেন টিউমারে তাঁর এক খুদে ভক্তের কথা মাথায় রেখেই রোনাল্ডো এমন হেয়ারস্টাইল করেছেন । আসলে ক দিন আগেই রোনাল্ডোর সেই খুদে ভক্তের অস্ত্রপচার হয়। তাই হেয়ারস্টাইলেও রোনাল্ডো সেই টিউমার অপারেশনের ক্ষতের ছবি দিয়েছেন। এমন টুইটের পর রোনাল্ডোর নামে জয়ধ্বনী পড়ে যায়। এই টুইট রেকর্ড শেয়ার ও রিটুইট হতে থাকে।

কিন্তু পরে জানা যায় ওসব কিছু না রোনাল্ডোর এই হেয়ারস্টাইলের রহস্য একেবারে অন্য। রোনাল্ডোর নিন্দুকরা বলতে থাকেন, বিপদে পড়ছেন বুঝতে পেরে সিআরসেভেন-ক্যাম্পের পক্ষ থেকে এমন কায়দায় সহানুভুতি আদায়ের চেষ্টা করা হচ্ছে। রোনাল্ডো নিজে ক দিন আর টুইটার ব্যবহার করেননি, অন্য কোথাও তাঁর হেয়ারস্টাইল নিয়ে মুখও খোলেননি। তাই তাঁর চুল নিয়ে চুলোচুলি চলছেই।

.