নকআউট পর্বে লঙ্কা জয় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

মিথ ভাঙতে পারলেন না সাঙ্গা বাহিনী। এক বার নয়, চার চার বার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হারল শ্রীলঙ্কা।

Updated By: Mar 18, 2015, 03:04 PM IST
নকআউট পর্বে লঙ্কা জয় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

ওয়েব ডেস্ক: মিথ ভাঙতে পারলেন না সাঙ্গা বাহিনী। এক বার নয়, চার চার বার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হারল শ্রীলঙ্কা।

এদিন সিডনিতে ২০১৫ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। খেলা শুরুর দ্বিতীয় ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় লঙ্কান ব্যাটিং। ৫ রানেই প্যাভিলিয়নমুখী হন কুশল পেরেরা ও দিলশান। দলের হয়ে কুমার সাঙ্গাকারা ও থিরিমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। ২২ গজের একধারে দাঁড়িয়ে থাকলেন কুমার সাঙ্গাকারা।  অন্যদিকে তাসের ঘরের মত ভেঙে পড়ল গোটা শ্রীলঙ্কা। দুমিনি ও ইমারান তাহিরের স্পিনে একের পর এক আউট হলেন জয়াবর্ধনে, মেথিউস, পেরারা। এরপর ৩৭ ওভারের মাথায় মর্নি মরকেলের বলে মিলারের হাতে ক্যাচ দিয়ে বিশ্বজয়ের স্বপ্নকে সিডনিতেই কফিন বন্ধি করলেন খোদ কুমার সাঙ্গাকারা। ১৩৩ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দলের দুই কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারার এটাই ছিল শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। স্বপ্নকে অধরা রেখেই আকাশে হাত ছুড়ে ক্রিকেটকে বিদায় জানালেন তাঁরা আর হয়ত ক্রিকেট কে বলে গেলেন 'আজ আসি'।    

জবাবে ব্যাট করতে নেমে হাসিম আমলার উইকেট হারিয়েই জয় পায় দক্ষিণ আফ্রিকা। ডি কুক ৭৮ রানে ও দুপ্লেসিস ২১ রানে অপরাজিত থাকেন।  
ম্যাচের সেরা নির্বাচিত হন ইমারান তাহির।

 

.