ইডেনে অনুশীলনে কোচের ভূমিকায় সচিন, বাধ্য ছাত্রের মত ক্রিকেটের ঈশ্বরের কাছে কোহলিরা নিলেন ব্যাটিং ব্যাকরণের পাঠ

ইডেনে কোচের ভূমিকায় সচিন তেন্ডুলকর। সচিনের কাছে শিষ্যের মত ব্যাটিংয়ের ব্যাকরণগুলো ঝালাই করে নিলেন কোহলিরা। কোচ ফ্লেচারের সামনেই কোহলি,ধাওযানদের ব্যাটিংয়ের খুঁটিনাটি বাতলে দিলেন মাস্টার ব্লাস্টার।

Updated By: Nov 5, 2013, 07:18 PM IST

ইডেনে কোচের ভূমিকায় সচিন তেন্ডুলকর। সচিনের কাছে শিষ্যের মত ব্যাটিংয়ের ব্যাকরণগুলো ঝালাই করে নিলেন কোহলিরা। কোচ ফ্লেচারের সামনেই কোহলি,ধাওযানদের ব্যাটিংয়ের খুঁটিনাটি বাতলে দিলেন মাস্টার ব্লাস্টার।
অসিদের বিরুদ্ধে দাপুটে ব্যাটিংয়ের পর বিরাট কোহলি,রোহিত শর্মাদের সচিনের উত্তরসূরি হিসাবে দেখতে শুরু করেছে ক্রিকেট বিশ্ব। সচিন নিজেও বিশ্বাস করেন তার রেকর্ড ভাঙার ক্ষমতা রাখেন কোহলি,রোহিতরাই। মঙ্গলবার সচিনকে অবশ্য পাওয়া গেল গুরুর ভূমিকায়। সচিনের কাছে বাধ্য শিষ্যের মত ব্যাটিংয়ের ব্যাকরণগুলো একটু ঝালাই করে নিলেন কোহলিরা। কোচ ফ্লেচারের সামনেই কোহলি, ধাওয়ানদের ব্যাটিংয়ের খুঁটিনাটি বাতলে দিলেন মাস্টার ব্লাস্টার। ভারত অধিনায়ক ধোনি অবশ্য বলছেন,তরুণদের সচিনের টিপস দেওয়া নতুন কিছু নয়।
ইডেনে এটাই সচিনের শেষ টেস্ট। তাই মঙ্গলবার অনুশীলনের শেষে মাস্টারকে ঘিরে ধরেন শিক্ষার্থী ক্রিকেটাররা। সচিনের সঙ্গে ছবিও তোলেন তারা। তরুণ ক্রিকেটাররা পায়ে হাত দিলে বিব্রত হয়ে পড়েন সচিন। তারপর দ্রুত মাঠ ছাড়েন তিনি।

.