দু বছর আগের আজকের দিনটা আজও কি গায়ে কাঁটা দেয় না?

আজ ১৬ নভেম্বর। ক্রিকেট ইতিহাসের সবথেকে দুঃখের কিনা জানা নেই। তবে, অন্যতম দুঃখের দিন তো বটেই।

Updated By: Nov 16, 2015, 10:03 AM IST
দু বছর আগের আজকের দিনটা আজও কি গায়ে কাঁটা দেয় না?

ওয়েব ডেস্ক: আজ ১৬ নভেম্বর। ক্রিকেট ইতিহাসের সবথেকে দুঃখের কিনা জানা নেই। তবে, অন্যতম দুঃখের দিন তো বটেই।
কারণ, সচিন তেন্ডুলকর ঠিক দু বছর আগে আজকের দিনেই যে চিরতরে বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
মুম্বইয়ের ওয়াংখেড়ে। ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে শাসন করার পর গোটা ক্রিকেটবিশ্বটাই যে তাঁর ঘরের মাঠ। তবু, যেহেতু তিনি মুম্বইয়ে জন্মছেন, মুম্বইতেই বড় হয়েছেন, মুম্বইয়ের হয়েই প্রথম শ্রেনীর ক্রিকেট খেলেছন আবার আইপিএলেও মুম্বই ইন্ডয়ান্সের হয়েই খেলেছেন, তাই অবশ্যই মুম্বই তাঁর ঘরের মাঠ।

 

ঘরের মাঠে ২০০ তম টেস্ট! বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ভারত জিতছে। কিন্তু তিনি একটুর জন্য জীবনের শেষ ইনিংসে সেঞ্চুরি পেলেন না। মাঠে হাজির আমির খান থেকে ঋত্বিক রোশন। সচিনের পরিবারও। সবারই আফশোসটা কিছুতেই যাচ্ছিল না সচিন অনুরাগীদের। কিন্তু চোখের জল আর বাঁধ মানেনি তখন, যখন শেষবারের জন্য সচিন এগিয়ে গিয়েছিলেন ক্রিজের দিকে। যখন বিদায়বেলায় সেই আবেগাপ্লুত ভাষণ দিয়েছিলেন। আজ ২ বছর পরও শুনলে যেকোনও সচিনপ্রেমীকে কষ্ট দেবে। সঙ্গে অদ্ভূত ভালোলাগাও।

 

.