আজ দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন ভারতের রত্ন সচিন তেন্ডুলকর

আজ ভারতরত্ন পাচ্ছেন সচিন রমেশ তেন্ডুলকর। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আজ তাঁর হাতে শ্রেষ্ঠ নাগরিকের সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সচিনের সঙ্গেই ভারতরত্ন সম্মান তুলে দেওয়া হবে অধ্যাপক সি এন আর রাওকে। ষোলোই নভেম্বর সচিনের অবসরের কয়েকঘণ্টা পরেই রাষ্ট্রপতি ভবনের তরফে ঘোষণা করা হয়েছিল, এবছর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হবে মাস্টার ব্লাস্টারকে।

Updated By: Feb 4, 2014, 11:33 AM IST

আজ ভারতরত্ন পাচ্ছেন সচিন রমেশ তেন্ডুলকর। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আজ তাঁর হাতে শ্রেষ্ঠ নাগরিকের সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সচিনের সঙ্গেই ভারতরত্ন সম্মান তুলে দেওয়া হবে অধ্যাপক সি এন আর রাওকে। ষোলোই নভেম্বর সচিনের অবসরের কয়েকঘণ্টা পরেই রাষ্ট্রপতি ভবনের তরফে ঘোষণা করা হয়েছিল, এবছর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হবে মাস্টার ব্লাস্টারকে।

প্রথম ক্রীড়াবিদ হিসেবে এই সম্মান পাচ্ছেন সচিন। ভারতরত্ন প্রাপকের তালিকায় তিনিই সর্বকনিষ্ঠ। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান নিজের মা রজনি তেণ্ডুলকরকে উত্সর্গ করেছেন সচিন।

.