ব্যাডমিন্টনের আইপিএলে সাইনা বিক্রি হলেন ৭১ লক্ষ টাকায়

ব্যাডমিন্টনের আইপিএলের নিলামে সাইনা নেহওয়াল বিক্রি হলেন ৭১ লক্ষ টাকায়। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে (আইবিএল) তাঁর নিজের শহর হায়দ্রাবাদের দলেই খেলবেন। সাইনাকে দলে নিতে চারমিনারের শহরের ফ্র্যাঞ্চইজি দলকে খরচ করতে হল ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭১ লক্ষ ২৫ হাজার টাকা)।

Updated By: Jul 22, 2013, 01:23 PM IST

ব্যাডমিন্টনের আইপিএলের নিলামে সাইনা নেহওয়াল বিক্রি হলেন ৭১ লক্ষ টাকায়। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে (আইবিএল) তাঁর নিজের শহর হায়দ্রাবাদের দলেই খেলবেন। সাইনাকে দলে নিতে চারমিনারের শহরের ফ্র্যাঞ্চইজি দল `হায়দ্রাবাদ হটশট` দলকে খরচ করতে হল ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭১ লক্ষ ২৫ হাজার টাকা)।
সোমবার দিল্লিতে হওয়া এই নিলামে সবচেয়ে বেশি দর উঠল বিশ্বের এক নম্বর মালয়েশিয়ার লি চোং উইয়ের ( ৮০ লক্ষ টাকা)। মালয়েশিয়ার লি চোং খেলবেন মুম্বইয়ের হয়ে।
ভারতের এক নম্বর পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপল্লি কাশপ্প বিক্রি হলেন ৪৪ লক্ষ টাকায়। সোনার মেয়ে পিভি সিন্ধু নিলামে বিক্রি হলেন সাড়ে ৪৭ লক্ষ টাকায় (৮০ হাজার মার্কিন ডলারে)।
ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে ছটি দল খেলবে। এই লিগে থাকছে ছ’টি ফ্র্যাঞ্চাইজি৷ টুর্নামেন্ট চলবে ১৮ দিন৷ প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ঘরের কোর্টে দু’দিনের লিগ খেলতে হবে৷ মোট ৯০টি ম্যাচ খেলতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে৷ লিগের সেরা চারটি ফ্র্যাঞ্চাইজি খেলবে সেমিফাইনালে৷ ১৪ আগস্ট ২০১৩ থেকে শুরু হবে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ৷ ফাইনাল ৩১ আগস্ট৷ ফাইনাল হবে মুম্বইতে৷ এটাই হবে ব্যাডমিন্টনের ইতিহাসে সব থেকে দামী টুর্নামেন্ট৷

.