খেতাব খরা কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ সাইনা নেওহালের দখলে

খেতাব খরা কাটিয়ে বছরের দ্বিতীয় টুর্নামেন্ট জিতে ফেললেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওহাল। রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনকে ২১-১৮, ২১-১১ গেমে হারিয়ে দিলেন।

Updated By: Jun 29, 2014, 12:39 PM IST

খেতাব খরা কাটিয়ে বছরের দ্বিতীয় টুর্নামেন্ট জিতে ফেললেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওহাল। রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনকে ২১-১৮, ২১-১১ গেমে হারিয়ে দিলেন।

সেকেন্ড গেমের শুরুতে সাইনাকে কিছুটা নড়বড়ে দেখালেও নিজস্ব স্টাইলে খেলায় ফিরে আসেন ভারতের এক নম্বর ব্যাডমিন্টন তারকা। ২১-১১ জিতে নেন তাঁর উইনিং গেম। প্রথম গেমে (২১-১৮) টুর্নামেন্টের একাদশ বাছাই ক্যারোলিনা ষষ্ঠ বাছাই সাইনার বিরুদ্ধে কিছুটা লড়াই দিলেও দ্বিতীয় গেমে টিকতেই পারেননি। প্রসঙ্গত এটাই ক্যারোলিনার প্রথম সুপার সিরিজ ফাইনাল ছিল।

২০১২ সালের ফ্রেঞ্চ ওপেন ফাইনালের পর সুপার সিরিজে সাইনা বারবার ব্যর্থ হচ্ছিলেন। ব্যর্থ হচ্ছিলেন নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে। অস্ট্রেলিয়ান ওপেনে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করলেন সাইনা। নিজের ফর্মের চূড়ান্ত নিদর্শন দেখিয়ে শনিবার সেমিফাইনালের ম্যারাথন ম্যাচে ২১-১৯, ১৬-২১, ২১-১৫-তে পরাজিত করেন তাঁর চির প্রতিদ্বন্ধী শীর্ষ বাছাই চিনের ওয়াং শিজিয়ানকে।

এই বছরের গোড়ায় ইন্ডিয়ান ওপেন গ্র্যান্ড প্রিক্স জেতার পর হায়দরাবাদি তারকা অনান্য টুর্নামেন্ট গুলিতে ফর্ম নিয়ে বেশ সমস্যায় ভুগছিলেন।

.