ইউএস ওপেন: শুরুতেই বিদায় ভূপতি-বোপান্নার

অলিম্পিকের পর ইউএস ওপেনেও ব্যর্থ মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। ইউএস ওপেনে পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ভূপতি-বোপান্না। প্রতিযোগিতার অষ্টম বাছাই ভূপতিরা স্ট্রেট সেটে হারলেন অবাছাই ম্যাথউ এবডেন- বার্নাড টমিচ জুটির কাছে।

Updated By: Aug 30, 2012, 12:31 PM IST

অলিম্পিকের পর ইউএস ওপেনেও ব্যর্থ মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। ইউএস ওপেনে পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ভূপতি-বোপান্না। প্রতিযোগিতার অষ্টম বাছাই ভূপতিরা স্ট্রেট সেটে হারলেন অবাছাই ম্যাথউ এবডেন- বার্নাড টমিচ জুটির কাছে। খেলার ফল ৩-৬, ৬-৭ । তবে ভূপতিরা হারলেও সহজেই ডাবলসে প্রথম রাউন্ডের বাধা টপকালেন লিয়েন্ডার পেজ। 
এদিকে, মহেশ ভূপতির সঙ্গে জুটি ভেঙে নতুন পার্টনার নিয়ে খেলতে নেমে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সানিয়া মির্জা। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে সানিয়া আর তাঁর ব্রিটিশ পার্টনার কলিন ফ্লেমিং পেটকোভিচ-এরিক জুটিকে স্ট্রেটে সেটে হারিয়ে দেন। খেলার ফল ৬-২, ৭-৬ । প্রতিযোগিতার প্রথম দিনেই পুরুষদের সিঙ্গলসে সোমদেব দেববর্মন প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন।
অন্যদিকে, প্রতিযোগিতার তৃতীয় দিনই মহিলারদের সিঙ্গলসে বড় অঘটন ঘটে। দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন ৩ বারের ইউ এস এপেন চ্যাম্পিয়ন কিম ক্লিস্টার্স। ব্রিটেনের লরা রবসনের কাছে ৬-৭, ৬-৭ হারের পর টেনিস থেকে অবসর নিলেন চারবারের গ্র্যান্ড স্লাম জয়ী বেলজিয়ামের ক্লিস্টার্স। এর আগে ২০০৭ অবসর নিয়ে দুবছর পর অবসর ভেঙে ফিরে এসেছিলেন ক্লিস্টার্স। অবসর ভেঙে ২০০৯, ২০১০ পরপর দুবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্লিস্টার্স।

.