শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অধিনায়ক সাকিব

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবারই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের সহ-অধিনায়ক হয়েছেন মাহমুদুল্লা।

Updated By: Feb 26, 2018, 08:20 PM IST
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অধিনায়ক সাকিব

নিজস্ব প্রতিবেদন: আঙুলের চোটের জন্য ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। তবে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অধিনায়ক হিসেবে ফিরে এলেন সাকিব আল হাসান। তবে সব ম্যাচে সাকিবকে পাওয়া যাবে না, দু'একটি ম্যাচে পাওয়া যাবে তাঁকে। ইতিমধ্যে সে কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান। সেই সঙ্গে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কোচ হলেন প্রাক্তন ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশ।

আরও পড়ুন- ক্রিকেট না খেলে 'ম্যাসিওর' হলেন বিরাট! 

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবারই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের সহ-অধিনায়ক হয়েছেন মাহমুদুল্লা। সাকিবের পাশাপাশি দলে ফিরেছেন তাস্কিন আহমেদ এবং মেহেদি হাসান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলা জাকির হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মহম্মদ সইফুদ্দিনকে দলে রাখেননি বাংলাদেশের নির্বাচক কমিটি।  

একনজরে বাংলাদেশের ১৬ সদস্যের দল : সাকিব আল হাসান (অধিনায়ক),মাহমুদুল্লা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান,মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাস্কিন আহমেদ,আবু হায়দর,আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম, নুরুল হোসেন, মেহেদি হাসান।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়

.