মুম্বই পুলিসের চার্জশিটে অভিযুক্ত জামাই, তাও সভাপতির পদ থেকে সরতে নারাজ শ্রীনি

মুম্বই পুলিসের চার্জশিটে জামাই গুরুনাথ মেয়াপ্পন অভিযুক্ত হলেও তিনি বোর্ড সভাপতির পদ থেকে সরবেন না। জানিয়ে দিলেন এন শ্রীনিবাসন। শ্রীনি জানান স্পট ফিক্সিং কান্ডে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। অতএব বিসিসিআই-এর নির্বাচনেও তাঁর দাঁড়াতে কোনও অসুবিধা নেই।

Updated By: Sep 21, 2013, 09:45 PM IST

মুম্বই পুলিসের চার্জশিটে জামাই গুরুনাথ মেয়াপ্পন অভিযুক্ত হলেও তিনি বোর্ড সভাপতির পদ থেকে সরবেন না। জানিয়ে দিলেন এন শ্রীনিবাসন। শ্রীনি জানান স্পট ফিক্সিং কান্ডে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। অতএব বিসিসিআই-এর নির্বাচনেও তাঁর দাঁড়াতে কোনও অসুবিধা নেই।
ভাঙবেন তবু মচকাবেন না এন শ্রীনিবাসন। স্পট ফিক্সিং কান্ডে মুম্বই পুলিসের চার্জশিটে অভিযুক্ত হয়েছেন তাঁর জামাই গুরুনাথ মেয়াপ্পন। মেয়াপ্পনের বিরুদ্ধে মুম্বই পুলিস জালিয়াতি, গড়াপেটা,প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ করেছে।
কিন্তু শ্রীনিবাসন পরিস্কার জানিয়ে দিয়েছেন তিনি বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন না। এমনকী নির্বাচনেও লড়বেন। শ্রীনি জানান তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিং নিয়ে তো কোনও অভিযোগ নেই।
মেয়াপ্পনের ব্যাপারেও হাত ধুয়ে ফেলেছেন শ্রীনি। মুম্বই পুলিসের চার্জশিট নিয়ে তিনি বলেন বিষয়টি আদালতের আওতায় রয়েছে। তাই কোনও মন্তব্য করতে চান না। তবে তিনি বলেন আইন আইনের পথেই চলবে।

.