চেন্নাই-হায়দরাবাদ হাইভোল্টেজ ফাইনাল, জেনে নিন দু'দলের গুরুত্বপূর্ণ কিছু তথ্য

সমর্থকরা আজ রাতে ওয়াংখেড়েতে সেয়ানে সেয়ানে লড়াই আশা করতেই পারেন।

Updated By: May 27, 2018, 03:28 PM IST
চেন্নাই-হায়দরাবাদ হাইভোল্টেজ ফাইনাল, জেনে নিন দু'দলের গুরুত্বপূর্ণ কিছু তথ্য

নিজস্ব প্রতিনিধি : চেন্নাইয়ের কাছে এই ম্যাচের আলাদা একটা আবেগ রয়েছে। দু'বছর পর তারা আবার আইপিএলের মঞ্চে। ফিরে এসেই এরকম একটা রোমহর্ষক যাত্রা। ফাইনালের ট্রফি হাতে নিয়ে ধোনি, জাদেজারা তাই নতুন কাব্য লিখতে চাইছেন। তবে হায়দরাবাদ ছেড়ে কথা বলার পাত্র নয়। বিশেষ করে টিমের এক নম্বর স্পিনার রশিদ খান দারুন ফর্মে। এদেশে এখন তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ফলে সমর্থকরা আজ রাতে ওয়াংখেড়েতে সেয়ানে সেয়ানে লড়াই আশা করতেই পারেন। কিন্তু ফাইনাল দেখার আগে কয়েকটা তথ্য জেনে রাখা ভাল-

চলতি আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে চেন্নাই-হায়দরাবাদ। যার মধ্যে তিনবারই কিন্তু চেন্নাই জিতেছে। 

আরও পড়ুন- ফাইনালের আগে আবেগতাড়িত চেন্নাই ক্যাপ্টেন ধোনি

২০১২ ও ২০১৩ মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই। উল্টোদিকে, হায়দরাবাদ আইপিএল জিতেছে মাত্র একবার। ২০১৬ তে। এই নিয়ে সাতবার আইপিএল ফাইনাল খেলবে চেন্নাই। হায়দরাবাদের এবার তিন নম্বর ফাইনাল। 

সব মিলিয়ি ন'বার পরস্পরের মুখোমুখি হয়েছে চেন্নাই-হায়দরাবাদ। যার মধ্যে মাত্র দু'বার জিতেছে হায়দরাবাদ। প্লে অফ পর্যায় সব মিলিয়ে সাতটা ম্যাচের মধ্যে চারটে জিতেছে হায়দরাবাদ। অন্যদিকে, আইপিএলে প্লে অফ পর্যায় ১৮টার মধ্যে ১১টা ম্যাচ জিতেছে চেন্নাই।

আরও পড়ুন- রশিদকে দরাজ সার্টিফিকেট দিলেন শচীন তেণ্ডুলকর

কেন উইলিয়ামসন হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী। হায়দরাবাদ ক্যাপ্টেনের রান ৬৮৮। তাঁর মাথাতেই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীর মুকুট 'অরেঞ্জ ক্যাপ'। চেন্নাইয়ের হয়ে অম্বাতি রায়াড়ুর রান সর্বোচ্চ। তাঁর রান ৫৮৬। টুর্নামেন্টে তিনি চতুর্থ রান সংগ্রকারী। 

হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী আফগান স্পিনার রশিদ খান। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ২১টা উইকেট পেয়েছেন তিনি। আজ তিনটে উইকেট পেলে অ্যান্ড্রু টাইকে টপকে 'পার্পেল ক্যাপ' এর দাবিদার হতে পারবেন রশিদ। চেন্নাইয়ের শার্দুল ঠাকুরের পকেটে রয়েছে ১৫টা উইকেট। ধোনির দলে তিনিই সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী।

.