ওয়ানডে ম্যাচে একাই করলেন ৪৯০ রান! দলের ৬৭৮

৫০ ওভারের ম্যাচে কুড়ির দাপট! ৫৭ ছক্কা। ২৭ চার। ১৫১ বলে ৪৯০ রানের অবিশ্বাস্য ইনিংস!

Updated By: Nov 20, 2017, 11:32 AM IST
ওয়ানডে ম্যাচে একাই করলেন ৪৯০ রান! দলের ৬৭৮

নিজস্ব প্রতিবেদন: ৫৭ ছক্কা। ২৭ চার। ১৫১ বলে ৪৯০ রানের অবিশ্বাস্য ইনিংস! ৫০ ওভারের ক্লাব ম্যাচে চোখ ধাঁধানো ইনিংসে বিশ্ব ক্রিকেটের নজর ঘোরালেন দক্ষিণ আফ্রিকার ২০ বছরের ক্রিকেটার শেন ডেডসওয়েল। 

আরও পড়ুন- অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে আফগান হামলায় দুরমুশ পাকিস্তান

শনিবার ৫০ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি পুক্কে এবং পচ ডর্প ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে হ্যানকো অলিভিয়ার এবং শেন ডেডসওয়েলের বিধ্বংসী জুটি কার্যত শুইয়ে দেয় পচ ডর্প ক্রিকেট ক্লাবের বোলিং অ্যাটাককে। প্রথম থেকেই আক্রমনাত্মক মেজাজে ব্যাট করেন ডেডসওয়েল। ছয় আর চারের বন্যায় ম্যাচ জমিয়ে দেন এই বছর কুড়ির ক্রিকেটার। মাঠে উপস্থিত দর্শকদের কাছে এই ক্লাব ম্যাচ বিগ ব্যাশ, আইপিএল-এর টি টোয়েন্টি লিগের মতোই উপভোগ্য হয়ে ওঠে। চার নম্বরে ব্যাট করতে এসে নিজের ট্যালেন্ট দেখান রুয়ানও। শেষ পর্যন্ত শেন ডেডসওয়েলে ৪৯০ এবং রুয়ানের ১০৪ রানের দৌলতে বিপক্ষের সামনে ৬৭৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাঁড়া করে পুক্কে দল। জবাবে ব্যাট করতে নেমে ২৯০ রানেই থামে পচ ডর্প ক্রিকেট ক্লাব।

আরও পড়ুন- এক 'কাশ্মীর কি কলি'-র স্বপ্নপূরণের কাহিনী!

নিজের জন্মদিনে এমন একটা নজির এবং দলের এত বড় জয়ে খুশি শেন ডেডসওয়েল।

.