মৃত্যুশঙ্কা কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তিন অ্যাথলিট

হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তিন অ্যাথলিট শিল্পা কে আর, সবিথা ও ত্রিসা জ্যাকব। এই তিন অ্যাথলিট তিন সপ্তাহ আগে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর জাতীয় মানবাধিকার কমিশনকে তারা জানান সাই হস্টেলের সিনিয়রদের অত্যাচারে এই কাজ করতে বাধ্য হয়েছিলেন। শিল্পাদের অভিযোগ সিনিয়র দাদা দিদিরা তাদের অন্তর্বাস ধুতে বাধ্য করতেন। তাদের দিয়ে বডি ম্যাসাজও করাতেন। যদিও অভিযুক্ত অ্যাথলিটরা এই অভিযোগ ভিত্তিহীণ বলে উড়িয়ে দিয়েছেন। দিত্তিমোলরা বলেন জুনিয়রদের সকলকে তারা চেনেন। কিন্তু তাদের অভিযোগের কারণ তারা বুঝতে পারছেন না। দিত্তিমোল, অনুষাদের দাবি তারা ঘটনার সময় অনুশীলনে ব্যস্ত ছিলেন। ফলে ওই অ্যাথলিটদের আত্মহত্যা করতে যাওয়ার কারণ কী তা তারা জানেন না। ঘটনার দিন কোচের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ওই তিন অ্যাথলিট। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন রকম অভিযোগ করায় প্রশ্ন উঠছে তাদের অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে।

Updated By: May 24, 2015, 10:02 PM IST
মৃত্যুশঙ্কা কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তিন অ্যাথলিট

ওয়েব ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তিন অ্যাথলিট শিল্পা কে আর, সবিথা ও ত্রিসা জ্যাকব। এই তিন অ্যাথলিট তিন সপ্তাহ আগে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর জাতীয় মানবাধিকার কমিশনকে তারা জানান সাই হস্টেলের সিনিয়রদের অত্যাচারে এই কাজ করতে বাধ্য হয়েছিলেন। শিল্পাদের অভিযোগ সিনিয়র দাদা দিদিরা তাদের অন্তর্বাস ধুতে বাধ্য করতেন। তাদের দিয়ে বডি ম্যাসাজও করাতেন। যদিও অভিযুক্ত অ্যাথলিটরা এই অভিযোগ ভিত্তিহীণ বলে উড়িয়ে দিয়েছেন। দিত্তিমোলরা বলেন জুনিয়রদের সকলকে তারা চেনেন। কিন্তু তাদের অভিযোগের কারণ তারা বুঝতে পারছেন না। দিত্তিমোল, অনুষাদের দাবি তারা ঘটনার সময় অনুশীলনে ব্যস্ত ছিলেন। ফলে ওই অ্যাথলিটদের আত্মহত্যা করতে যাওয়ার কারণ কী তা তারা জানেন না। ঘটনার দিন কোচের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ওই তিন অ্যাথলিট। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন রকম অভিযোগ করায় প্রশ্ন উঠছে তাদের অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে।

.