স্পট ফিক্সিং ইস্যুর নথি চুরি, চোর খুঁজতে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ

চাঞ্চল্যকর ঘটনা। ষড়যন্ত্র নাকি  অন্তর্ঘাত। খোদ লোধা কমিটির অফিস থেকে স্পট ফিক্সিং ইস্যুর প্রয়োজনীয় নথি চুরি হয়ে গেল। জানা গেছে দুহাজার তেরো সালের আইপিএল স্পট ফিক্সিং ইস্যুর তদন্তে নেমে লোধা কমিটি এই সব নথি সংগ্রহ করেছিল।  বসন্ত কুঞ্জের অফিস থেকে সেই নথি খোয়া গেছে বলেই অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অফিসের ড্রয়ার ভেঙে চুরি হয়েছে বেশ কিছু টাকা। স্থানীয় পুলিস স্টেশনে তিনশো আশি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও লোধা কমিটির তরফ থেকে সরকারীভাবে এখনও সঠিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিস। প্রত্যক্ষদর্শী অফিসের সিকিউরিটি গার্ডের বয়ান ও সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

Updated By: Aug 24, 2015, 08:45 PM IST
স্পট ফিক্সিং ইস্যুর নথি চুরি, চোর খুঁজতে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ

ব্যুরো: চাঞ্চল্যকর ঘটনা। ষড়যন্ত্র নাকি  অন্তর্ঘাত। খোদ লোধা কমিটির অফিস থেকে স্পট ফিক্সিং ইস্যুর প্রয়োজনীয় নথি চুরি হয়ে গেল। জানা গেছে দুহাজার তেরো সালের আইপিএল স্পট ফিক্সিং ইস্যুর তদন্তে নেমে লোধা কমিটি এই সব নথি সংগ্রহ করেছিল।  বসন্ত কুঞ্জের অফিস থেকে সেই নথি খোয়া গেছে বলেই অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অফিসের ড্রয়ার ভেঙে চুরি হয়েছে বেশ কিছু টাকা। স্থানীয় পুলিস স্টেশনে তিনশো আশি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও লোধা কমিটির তরফ থেকে সরকারীভাবে এখনও সঠিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিস। প্রত্যক্ষদর্শী অফিসের সিকিউরিটি গার্ডের বয়ান ও সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

.