জোকারকে বাজিমাত করে ইউএস ওপেন ওয়ারিঙ্কার

এক বছর আগের ফরাসি ওপেন ফাইনালের পুনরাবৃত্তি। নোভাক জকোভিচকে  হারিয়ে ইউএস ওপেন জিতলেন স্ট্যান ওয়ারিঙ্কা। জোকারকে ৬-৭ (১/৭), ৬-৪,৭-৫,৬-৩ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। ৩১ বছরের ওয়ারিঙ্কা গত ৪৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ইউএস ওপেন জয়ের রেকর্ড গড়লেন।

Updated By: Sep 12, 2016, 10:50 AM IST
জোকারকে বাজিমাত করে ইউএস ওপেন ওয়ারিঙ্কার

ওয়েব ডেস্ক: এক বছর আগের ফরাসি ওপেন ফাইনালের পুনরাবৃত্তি। নোভাক জকোভিচকে  হারিয়ে ইউএস ওপেন জিতলেন স্ট্যান ওয়ারিঙ্কা। জোকারকে ৬-৭ (১/৭), ৬-৪,৭-৫,৬-৩ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। ৩১ বছরের ওয়ারিঙ্কা গত ৪৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ইউএস ওপেন জয়ের রেকর্ড গড়লেন। ২০১৪ অস্ট্রেলিয়ান ওপেন, ২০১৫ ফরাসি ওপেনের পর, ২০১৬ ইউএস ওপেন জিতলেন ওয়ারিঙ্কা। মানে একমাত্র উইম্বলডন ছাড়া সব গ্র্যান্ডস্লামই জেতা হয়ে গেলে ফেডেরারের দেশের এই টেনিস তারকার। বিগ ফোর-এর বাইরে ওয়ারিঙ্কাই এখন সবচেয়ে  বড় নাম। এখন একমাত্র প্রশ্ন ওয়ারিঙ্কা কী ফেডেরার, নাদাল, জকোভিচের মতো ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন?

পড়ুন- নিজের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করার জন্য গিলক্রিস্ট চান কোন বলিউড অভিনেতাকে?

অন্যদিকে, পুরো টুর্নামেন্টে সেভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে না পড়া জোকার ফাইনালে চাপে পড়ে গেলেন একগাদা আনফোর্সড এরর করে। চলতি বছর জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন জিতেছেন। ফাইনালে উঠে হারলেন ইউএস ওপেন। 

.