নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পাল্টে দিয়েছে ভারতীয় হকি দলের শরীরী ভাষা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পাল্টে দিয়েছে ভারতীয় হকি দলের শরীরী ভাষা। সুলতান আজলান শা হকি প্রতিযোগিতাতে এবার অসিদের কড়া জবাব দিতে তৈরি ওল্টম্যান্সের ছেলেরা। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়ে ড্র করায় স্ট্রাইকারদের কড়া সমালোচনা করেছিলেন ভারতের কোচ ওল্টম্যান্স। তার ফলও হাতে হাতে পেয়েছেন। দ্বিতীয় ম্যাচেই হরমনপ্রীতরা দুরন্ত পারফরম্যান্স দেখান।

Updated By: May 2, 2017, 09:08 AM IST
 নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পাল্টে দিয়েছে ভারতীয় হকি দলের শরীরী ভাষা

ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পাল্টে দিয়েছে ভারতীয় হকি দলের শরীরী ভাষা। সুলতান আজলান শা হকি প্রতিযোগিতাতে এবার অসিদের কড়া জবাব দিতে তৈরি ওল্টম্যান্সের ছেলেরা। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়ে ড্র করায় স্ট্রাইকারদের কড়া সমালোচনা করেছিলেন ভারতের কোচ ওল্টম্যান্স। তার ফলও হাতে হাতে পেয়েছেন। দ্বিতীয় ম্যাচেই হরমনপ্রীতরা দুরন্ত পারফরম্যান্স দেখান।

আরও পড়ুন বীরেন্দ্র সেওয়াগ ও সানি লিওনে কি এবার ক্রিকেট ধারাভাষ্যে জুটি বাঁধতে চলেছেন?

উল্টোদিকে অস্ট্রেলিয়াও নিউজিল্যান্ডের কাছে আটকে গিয়েও পরের ম্যাচে আয়োজক মালয়েশিয়াকে ছয়-এক গোলে হারিয়েছে অসিরা। ভারতকে সমীহ করলেও অসি কোচ কলিন ব্যাচ আজলান শা কাপ জিততে মরিয়া। দেখার শেষ হাসি কারা হাসেন।

আরও পড়ুন  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জব্দ করার পুরস্কার পেলেন শাহরিয়ার খান

.