টেস্ট রানে পাকিস্তানের নয়া এভারেস্টের নাম এখন ইউনিস খান

একেবারে ছক্কা মেরে ইতিহাসটা গড়লেন ইউনিস খান। ক্রিকেটকে সবচেয়ে বেশি প্রতিশ্রুতিমান ক্রিকেটার উপহার দেওয়ার দেশে রানের এভারেস্টে চড়লেন ইউনিস খান। জাভেদ মিঁয়াদাদকে টপকে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রহকারী হলেন ইউনিস খান। দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিঁয়াদাদকে টপকাতে ইউনিসের দরকার ছিল ১৯ রান। ছক্কা মেরে মিঁয়াদাদের ৮,৮৩২ রানটা টপকে গেলেন ইউনিস।

Updated By: Oct 13, 2015, 05:30 PM IST
টেস্ট রানে পাকিস্তানের নয়া এভারেস্টের নাম এখন ইউনিস খান

ওয়েব ডেস্ক: একেবারে ছক্কা মেরে ইতিহাসটা গড়লেন ইউনিস খান। ক্রিকেটকে সবচেয়ে বেশি প্রতিশ্রুতিমান ক্রিকেটার উপহার দেওয়ার দেশে রানের এভারেস্টে চড়লেন ইউনিস খান। জাভেদ মিঁয়াদাদকে টপকে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রহকারী হলেন ইউনিস খান। দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিঁয়াদাদকে টপকাতে ইউনিসের দরকার ছিল ১৯ রান। ছক্কা মেরে মিঁয়াদাদের ৮,৮৩২ রানটা টপকে গেলেন ইউনিস।

১২৪টি টেস্ট খেলা মিঁয়াদাদের চেয়ে ২২টি টেস্ট (৮টি ইনিংস) কম খেলে এই কীর্তি গড়লেন ইউনিস। ইউনিসের সামনে এখন পাকিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার ক্লাবে ঢুকে পড়ার হাতছানি।
 এই দুবাই টেস্টে বেশ ভাল জায়গায় পাকিস্তান। শুরুতে ওপেনার শান মাসুদ আউট হলেও হাফিজ-মালিক জুটি দলকে ভাল জায়গায় পোঁছে দেন।

টেস্টে পাকিস্তানের সেরা সর্বাধিক রানসংগ্রহকারীরা

ইউনিস খান- ৮৮৪৪* (শেষ খবর পাওয়া পর্যন্ত)
জাভেদ মিঁয়াদাদ-৮৮৩২
ইনজামাম উল হক- ৮৮২৯
মহম্মদ ইউসুফ- ৭৫৩০
সেলিম মালিক-৫৭৬৮

 

.