জিতেও শাস্তির মুখে টিম ইন্ডিয়া

শ্রীলঙ্কার সফরের প্রথম একদিনের ম্যাচেই শাস্তির খাঁড়া নেমে এল ভারতীয় দলের ওপর। স্লো ওভার রেটের জন্য ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি। কোপ পড়েছে দলের অন্যান্য সদস্যদের ওপরও। টিম ইন্ডিয়ার সব সদস্যকেই ওই ম্যাচ থেকে রোজগারের ১০ শতাংশ দিয়ে দিতে জরিমানা হিসেবে।

Updated By: Jul 22, 2012, 10:55 PM IST

শ্রীলঙ্কার সফরের প্রথম একদিনের ম্যাচেই শাস্তির খাঁড়া নেমে এল ভারতীয় দলের ওপর। স্লো ওভার রেটের জন্য ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি। কোপ পড়েছে দলের অন্যান্য সদস্যদের ওপরও। টিম ইন্ডিয়ার সব সদস্যকেই ওই ম্যাচ থেকে রোজগারের ১০ শতাংশ দিয়ে দিতে জরিমানা হিসেবে।
শনিবার থেকেই শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে জয় পেলেও অস্বস্তিতে টিম ইন্ডিয়া। এই ম্যাচে স্লো ওভার রেটের জন্য ম্যাচ রেফারি ক্রিস ব্রড জরিমানা করেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ গোটা ভারতীয় দলকে। টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফিয়ের ২০ শতাংশ কাটা হয়েছে। দলের অন্য সদস্যদের ম্যাচ ফিয়ের ১০শতাংশ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় এই জরিমানার মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। 
প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ২১ রানে হারায় ভারত। বিরাট কোহলির ১০৬, বীরেন্দ্র সেওয়াগের ৯৬ ও ইরফান পাঠানের ১০ ওভারে ৩৭ রানে ২ উইকেট জয় এনে দেয় ধোনিদের। 

.