যার জন্য বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনও আছে ক্লার্কের

Updated By: Feb 12, 2015, 06:01 PM IST
যার জন্য বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনও আছে ক্লার্কের

২৯ মার্চ অসি আধিনয়ক যদি বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি নিজের হাতে তুলে বিজয়কে সুনিশ্চিত করেন, অথবা দূর্দান্ত ফর্মে সেঞ্চুরি হাঁকান অথবা বাজ পাখির মত উরে ক্যাচ ধরেন, তার শ্রেয় যে ব্যক্তিকে দেওয়া উচিত, তিনি একমাত্র দ্য সার্জেন ডঃ জুলিয়ান ফেলার। বিশ্বকাপে ব্যাটে দাপট দেখাবেন অসি ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক। ফিল্ডিং করবেন ছুটন্ত চিতার মত। ক্রিকেটের ভবিষ্যৎ এর দোরগোড়ায় চলে আসা ক্লার্ককে নিয়ে কয়েকদিন আগেও এই কথা গুলো বলা তো দূর কল্পনাও করা যাচ্ছিল না।

মেলবোর্নের অস্থি বিশেষজ্ঞ ডঃ জুলিয়ানের অস্ত্রপচার মাইকেল ক্লার্ককে আবার ২২ গজে ফিরিয়ে দিল। তিনি মনে করছেন এই অস্ত্রপচার ক্লার্কের ক্রিকেট জীবনের সময়সীমাকে আরও দীর্ঘায়িত করবে। আরও ২থেকে ৩ বছর নিজের দলের হএ খেলতে পারবে ক্লার্ক।
শনিবার অস্ত্রপচার হয় ক্লার্কের। এর পর তিনি দ্রুত উন্নতি করছেন  বলে জানিয়েছেন ডঃ জুলিয়ান ফেলার।     

অসি কোচ লেমন ক্লার্কের কামব্যাক নিয়ে আশাবাদী। লেমন মনে করছেন, শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ক্লার্কের নেতৃত্বেই মাঠে নামবে অসিরা। কিন্তু ডঃ ফেলার আরও কিছুদিন দেখে নিতে চাইছেন ক্লার্ককে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ক্লার্ক মাঠে নামুক, চাইছেন ডঃ ফেলার।

 

.