কলকাতায় হচ্ছে না সুপার কাপ

 মাঠ ঠিক রেখে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ করতে হলে, দু'টি ম্যাচের মধ্যে অন্তত তিন দিনের ব্যবধান রাখতে হবে।

Updated By: Feb 19, 2018, 06:36 PM IST
কলকাতায় হচ্ছে না সুপার কাপ

সুখেন্দু সরকার: সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার ক্ষীণ আশা থাকলেও সেটা হচ্ছে না। কলকাতা নয়, কটক কিংবা কোচিতে বসবে সুপার কাপের আসর। কিন্তু কলকাতায় কেন হচ্ছে না সুপার কাপের ম্যাচ?

সোমবার দিল্লির ফুটবল হাউসে ফেডারেশনের লিগ কমিটির বৈঠক শেষে এআইএফএফএফ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ২৪ ঘণ্টা ডট কম-কে ফোনে জানালেন," মাঠ ঠিক রেখে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ করতে হলে, দু'টি ম্যাচের মধ্যে অন্তত তিন দিনের ব্যবধান রাখতে হবে। এই কম সময়ে নকআউট টুর্নামেন্টে তা করা সম্ভব নয়। তাই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, কটক কিংবা কোচিতে হবে সুপার কাপ।" 

আরও পড়ুন : ফেডারেশন কাপের নতুন সংস্করণ, 'সুপার কাপ'-এ সিলমোহর

এদিকে, 'আই লিগ ও আইএসএল-র পর কলকাতায় সুপার কাপ হওয়ার কথা'- এই মর্মে বৈঠকের আগেই মোহনবাগান চিঠি পাঠায় ফেডারেশনকে। ফলে এই বিষয়টি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান সুব্রত দত্ত। তবে কলকাতায় না হলেও এবার হয়তো কলকাতা থেকে ইস্টবেঙ্গল-মোহনবাগানের সঙ্গে এটিকে-কেও সুপার কাপে খেলতে দেখা যেতে পারে। আই লিগ না আইএসএল এই দ্বন্দের মাঝেই ভারতীয় ফুটবলের দুই লিগকে মেলাল সুপার কাপ।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়

.