বাগানের সঙ্গে চুক্তি অস্বীকার টোলগের

টোলগে নিয়ে নাটক চলছেই। মোহনবাগানের সঙ্গে চুক্তি করার কথা অস্বীকার করেছেন অজি গোলমেশিন। টোলগেকে আগামী মরসুমে দলে রাখার ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তারা।

Updated By: Apr 2, 2012, 09:52 PM IST

টোলগে নিয়ে নাটক চলছেই। মোহনবাগানের সঙ্গে চুক্তি করার কথা অস্বীকার করেছেন অজি গোলমেশিন। টোলগেকে আগামী মরসুমে দলে রাখার ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তারা।
মোহনবাগানের সঙ্গে কথা প্রায় চূড়ান্ত হলেও, তা নিয়ে মুখ খুলতে নারাজ অসি স্ট্রাইকার। ইস্টবেঙ্গল শীর্ষকর্তাদের দাবি মোহনবাগানের চুক্তিপত্রে সই করেননি টোলগে। অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, তিনি ৯৯ শতাংশ নিশ্চিত যে টোলগে লাল-হলুদেই থাকবেন। বাকি এক শতাংশের অনিশ্চয়তা অবশ্য তিনিও মেনে নিচ্ছেন। সোমবার অনুশীলন শেষে মরগ্যানের কথায় সাংবাদিকদের মুখোমুখি হন টোলগে। কোনও সাংবাদিক সম্মেলন নয়, ক্লাব ও কোচের শিখিয়ে দেওয়া শব্দ গড়গড় করে বললেন টোলগে। টোলগের বক্তব্য শেষ হতেই কোনও প্রশ্ন করার সুযোগ না-দিয়ে তাঁকে সরিয়ে দেন কোচ মরগ্যান। ইস্টবেঙ্গলের কোচ নিজেই দায়িত্ব নিয়ে টোলগে ইস্যুতে ধোঁয়াশা তৈরি করেন।
এদিকে ডেম্পোর ফুটবলার জোয়াকিম আব্রাহাঞ্চেজের সঙ্গে কথা প্রায় পাকা ইস্টবেঙ্গলের।

.