ইতিহাস গড়লেন পঙ্কজ, গুডউইল অ্যাম্বাসাডর হিসাবে কাজ শুরু সচিনের

Updated By: May 23, 2016, 10:53 PM IST
ইতিহাস গড়লেন পঙ্কজ, গুডউইল অ্যাম্বাসাডর হিসাবে কাজ শুরু সচিনের

 
ওয়েব ডেস্ক: খেলার দুনিয়ার দুই সেরা খবর-

এশীয় ৬-রেড স্নুকার খেতাব জিতলেন পঙ্কজ

ইতিহাস গড়লেন ভারতীয় বিলিয়ার্ড এবং স্নুকার খেলোয়াড় পঙ্কজ আডবানী। আবুধাবীতে এশিয়ান ৬-রেড স্নুকার খেতাব জিতলেন পঙ্কজ আডবানী । তিনি বিশ্বের প্রথম স্নুকার খেলোয়াড় যিনি একই সঙ্গে বিশ্ব এবং এশীয় ৬-রেড স্নুকার খেতাব জিতলেন। আপ্লুত পঙ্কজ জানিয়েছেন  তিনি ভীষণ খুশী । মরসুমে এটি তার প্রথম খেতাব । গত মাসে ১৫-রেড এশিয়ান স্নুকার হেরে যাওয়ার পর পঙ্কজের জিদ চেপে গিয়েছিল। আর এটাই তার  ফল ।

অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন মাস্টার ব্লাস্টারের

রিও অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসাডর হিসাবে কাজ শুরু করে দিলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সোমবার অলিম্পিকে যোগ্যতাঅর্জন করা অ্যাথলিটদের কয়েকজনের সঙ্গে কথা বলেন মাস্টার ব্লাস্টার। তাদের কথা শোনার পাশাপাশি, অ্যাথলিটদের মনোবলও বাড়ান তিনি। ভবিষ্যতে অ্যাথলিটদের সবরকম সাহায্যের আশ্বাসও দেন সচিন।

 

.