স্মিথদের 'স্যান্ডপেপার গেট' কাণ্ড'কে 'চরম নির্বুদ্ধিতা' বললেন সৌরভ

"এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। স্টিভ স্মিথের এই ধরণের (বল বিকৃতি) কাজ করার কোনও প্রয়োজন ছিল না। "

Updated By: Mar 27, 2018, 07:58 PM IST
স্মিথদের 'স্যান্ডপেপার গেট' কাণ্ড'কে 'চরম নির্বুদ্ধিতা' বললেন সৌরভ

নিজস্ব প্রতিবেদন : নিউ ল্যান্ডসের 'স্যান্ডপেপার গেট' কাণ্ড নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টিভ স্মিথ-ক্যামেরন ব্যানক্রাফ্টরা যা করেছেন সেই ঘটনাকে 'চরম নির্বুদ্ধিতা' বললেন মহারাজ।

আরও পড়ুন- পদত্যাগের পথে অজি কোচ ড্যারেন লেম্যান!

ইন্ডিয়া টুডেতে সৌরভ বলেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। স্টিভ স্মিথের এই ধরণের (বল বিকৃতি) কাজ করার কোনও প্রয়োজন ছিল না। আমি মনে করি স্টিভ স্মিথ, বা ডেভিড ওয়ার্নার বা ব্যানক্রফ্ট যেটা করেছে সেটা চরম নির্বুদ্ধিতা।"

আরও পড়ুন- মঙ্গলেই ভাগ্য নির্ধারণ স্মিথ-ওয়ার্নারের !

পাশাপাশি স্মিথকে কটাক্ষ করে সৌরভ ভারত সফরে স্মিথের 'ব্রেনফেডে'র ঘটনা টেনে এনে বলেন, "আসলে আমার যেটা মনে হয়, ওর(স্মিথ)সত্যিই ব্রেন ফেড। ভারত সফরে এসে ও ব্রেন ফেডের কথা বলেছিল। এখন আমার মনে হচ্ছে ওটাই সত্যি, তখন নিজেকে বাঁচাতে ও যাই বলুক না কেন।"  

আরও পড়ুন- বল বিকৃতির 'কমিক ভিডিও' এবার ভাইরাল

.