পূজারা কি লর্ডস টেস্ট থেকেও বাদ?

কেএল রাহুল আর ধাওয়ান আশানুরূপ পারফরম্যান্স না করায় লর্ডসে নামার আগে সিংহভাগ ক্রিকেট বিশেষজ্ঞই ‘ন্যাচারাল চয়েস’ হিসাবে চেতেশ্বরের কামব্যাক অবধারিত বলে ভেবে নিয়েছেন। তবে সেটা কি আদৌ হচ্ছে?

Updated By: Aug 9, 2018, 09:25 PM IST
পূজারা কি লর্ডস টেস্ট থেকেও বাদ?

নিজস্ব প্রতিবেদন: এজবাস্টনে কেএল রাহুল ডাহা ফেল। ফ্লপ ওপেনার শিখর ধাওয়ান। রান পাননি মুরলি বিজয়, অজিঙ্কা রাহানে এবং হার্দিক। ২০০ রানেরও কম লক্ষ্যে পৌঁছতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙেছে বিশ্বের এক নম্বর টেস্ট দল। ফলে, খুব স্বাভাবিকভাবেই দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিং লাইন আপ নিয়ে চিন্তিত কোচ রবি শাস্ত্রী এবং ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ভারতীয় সংবাদমাধ্যম তো বটেই, ব্রিটিশ মিডিয়ায়ও বিরাটের অধিনায়কত্বের সমালোচনা করেছে স্রেফ পূজারা-কে টেস্ট একাদশে না রাখার জন্য।

ফাঁস হয়ে গেল দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের তালিকা

কেএল রাহুল আর ধাওয়ান আশানুরূপ পারফরম্যান্স না করায় লর্ডসে নামার আগে সিংহভাগ ক্রিকেট বিশেষজ্ঞই ‘ন্যাচারাল চয়েস’ হিসাবে চেতেশ্বরের কামব্যাক অবধারিত বলে ভেবে নিয়েছেন। তবে সেটা কি আদৌ হচ্ছে?

বিরাটের মধ্যে সচিন-লারা-কে খুঁজে পাচ্ছেন স্টিভ ওয়া

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া লর্ডস টেস্টের দুই দলের তালিকা বলছে, ভারতীয় দলে নেই পূজারা! তাহলে কি এজবাস্টনের দল অপরিবর্তিত রেখেই লর্ডসে খেলতে নামল ভারত? তাহলে এ যুগের ‘মিস্টার ডিপেন্ডবল’ কি এবারও বাদ? ভারতের সংবাদমহলে এটাই এখন কোটি টাকার প্রশ্ন।

ইংল্যান্ডে খোঁজ-খবর নিয়ে জানা গেল, এই তালিকা না কি ‘বাই ডিফল্ট’! এজবাস্টন টেস্টেও যেমন ভারতীয় দলের তালিকায় ‘বাই ডিফল্ট’  ছিল পূজারার নাম। এমন অবস্থায় কোনটা সত্যি আর কোনটা নয়, সেটা বোঝা একপ্রকার অসম্ভবই।

ইংল্যান্ড আগেই তাঁদের দল ঘোষণা করেছে। মইন আলি আর বেন স্টোকস নেই। অন্যদিকে এখনও ভারতীয় দল নিয়ে রয়েছে ধোঁয়াশা। এখনও দল ঘোষণা করেননি বিরাটরা। বৃষ্টির কারণে টসও হয়নি। সুতরাং, আসলে কী ঘটছে বা ঘটতে চলেছে তা জানতে হলে অপেক্ষা করা ছাড়া কোনও উপায়ই নেই। অগত্যা, অপেক্ষা বৃষ্টি থামার, অপেক্ষা খেলা শুরু হওয়ার।

.