৬৪ খোপের বিশ্বযুদ্ধ এখনও ড্রয়ে বন্দি, আনন্দ-কার্লসেনের তৃতীয় গেমেও অমীমাংসিত

চেন্নাইয়ে চলছে বিশ্বনাথন আনন্দ বনাম কার্লসনের যুদ্ধের তৃতীয় গেম। প্রথম দুটি গেম ড্র হয়। প্রথম গেমে আনন্দ খেলেন কালো ঘুটিতে। প্রথম দুটো গেমেই বেশ সাবধানী ছিলেন আনন্দ-কার্লসেন। আজ কেমন খেলছেন দুজনে দেখুন নিচে লাইভ চেন্নাই থেকে।

Updated By: Nov 12, 2013, 07:13 PM IST

বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে ড্রয়ের হ্যাটট্রিক। আনন্দ-কার্লসনের মধ্যে তৃতীয় গেমও অমীমাংসিত থেকে গেল। তবে প্রথম গেমের মতো ম্যারমেরে ছিল না এই চৌষট্টি খাপের লড়াই। গেমে বেশ কয়েকটি দুর্ধর্ষ চাল দেখা যায় দুপক্ষের তরফ থেকেই। ৫১ চালের পর গেম ড্র করার সিদ্ধান্ত নেন আনন্দ এবং কার্লসন। ড্র হলেও এদিন আগাগোড়া দাপট দেখিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। মঙ্গলবার কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার। তৃতীয় গেমও ড্র হওয়ায় দুজনের পয়েন্ট দাঁড়ালো দেড়। বুধবার সাদা ঘুঁটি নিয়ে খেলবেন আনন্দ।
এদিকে, বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ের আকর্ষণে ঘরে বসে থাকতে পারেননি। চেন্নাইয়ে ম্যাচ দেখতে চলে এলেন কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভ। আনন্দ-কার্লসনকে খেলতে দেখে নস্টালজিক প্রাক্তন এক নম্বর দাবাড়ু। কারপভের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বিতার কথা মনে পড়ে গিয়েছে বলে জানিয়েছেন কাসপারভ। ভারতে দাবার জনপ্রিয়তা দেখে মুগ্ধ তিনি।
আনন্দ-কার্লসনের প্রথম দুটি গেম ড্র হওয়াকে বড় করে দেখতে নারাজ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। আগামী দিনগুলিতে ম্যাচের ফলাফল অমীমাংসিত থাকবে না বলে আশাবাদী তিনি। বিশ্ব দাবার লড়াই দাবাকে পুনরুদ্ধার করবে বলে ধারনা কাসপারভের।

.