হিউজকে শ্রেষ্ঠ সম্মান দেওয়ার শপথ বনাম ইতিহাসে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হবার হাতছানি

২৯ মার্চ মেলবোর্নে মুখোমুখি নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।

Updated By: Mar 27, 2015, 05:51 PM IST
হিউজকে শ্রেষ্ঠ সম্মান দেওয়ার শপথ বনাম ইতিহাসে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হবার হাতছানি

ওয়েবডেস্ক: ২৯ মার্চ মেলবোর্নে মুখোমুখি নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।

একদিকে অজিরা চাইবে বিশ্বকাপ জিতে ফিল হিউজকে সর্বোচ্চ সম্মান জানাতে। অন্যদিকে কিউইদের সামনে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।  এই প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলছে ব্র্যান্ডম ম্যাককালামের নিউজিল্যান্ড। ইতিহাসের পাতায় এর আগে এমন নজির গড়তে পারেননি নিউজিল্যান্ডের আর কোনও  ক্যাপ্টেন।  ব্যাগি গ্রীনরা এর আগেও  বিশ্বচ্যাম্পিয়ন খেতাব জিতে নিয়েছে। একবার নয়,  চার বার। প্রথমে অ্যালান বর্ডারের নেতৃত্বে ১৯৮৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এরপর ১স্টিভ ওয়ের দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ৯৯৯ সালে । ২০০৩ ও ২০০৭ সালে রিকি পন্টিংয়ের দল পর পর দু'বার জিতে নেয় ক্রিকেট বিশ্বকাপ । এর জেরে বিশ্বকাপে  হ্যাটট্রিক অস্ট্রেলিয়ার।  ২০১৫ সালে নেতৃত্বে  মাইকেল ক্লার্ক। সম্ভবত এটাই তাঁর শেষ বিশ্বকাপ।

মেলবোর্ন বিশ্বের সেরা  মাঠ গুলির মধ্যে একটি। ক্রিকেটের এই ভূস্বর্গে বিশ্বচ্যাম্পিয়নের খেতাবি লড়াই দেখতে হাজির থাকবেন ১ লক্ষ দর্শক। ঘরোয়া সমর্থন পাবে ব্যাগি গ্রীনরা। তাছাড়াও হিউজের মৃত্যু তাতিয়ে রেখেছে গোটা দলকে। প্রতিটি ম্যাচেই যেন 'করো অথবা মরো' ভেবে মাঠে নামছে টিম অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত ২০১৫ বিশ্বকাপে অপরাজিত রয়েছে কিউইরা। স্বপ্নের ফর্মে রয়েছেন ওপেনার গুপ্পি এবং ক্যাপ্টেন  ম্যাককালাম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফুরফুরে মেজাজে কোরি অ্যান্ডারসনরা। বিশ্বকাপের অঘোষিত ফাইনাল, সিডনির সেমিতে ভারতকে হারিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী অজিরা। লড়াই যে একপেশে হবে না, তা দু দলের মনোভাবেই স্পষ্ট। হাসি-কান্নার বিশ্বকাপে এখন দেখার কারা হাসবে শেষ হাসি।

 

.