আজ বিশ্বকাপের শুরু, যদিও যুবভারতীতে বিশ্বকাপের প্রথম ম্যাচ রবিবার

Updated By: Oct 8, 2017, 01:20 PM IST
আজ বিশ্বকাপের শুরু, যদিও যুবভারতীতে বিশ্বকাপের প্রথম ম্যাচ রবিবার

ওয়েব ডেস্ক: ওয়েব ডেস্ক: যুবভারতীর গেটের সামনে মুখ্যমন্ত্রীর বিশ্ববাংলা ভাবনাকে কেন্দ্র করে তৈরি একটি মূর্তি বসানো হয়েছে। এই মূর্তির পরিকল্পনা এবং ডিজাইনও মুখ্যমন্ত্রীর নিজের। ফুটবল বিশ্বকাপের মাধ্যমে গোটা বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই এই মূর্তির পরিকল্পনা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। বৃহস্পতিবার এই মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন এক ঝলকে চিনে নিন বিশ্বকাপে খেলতে চলা ২১ জন ভারতীয় ফুটবলারকে

বৃহস্পতিবার বিশ্বকাপের আগে শেষবারের মতন যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন ক্রীড়ামন্ত্রী। নতুন সাজে যুবভারতী ক্রীড়াঙ্গনকে দেখে বেশ খুশিও তিনি। আজ থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হলেও, রবিবারই যুবভারতীতে হবে অনূর্ধ্ব-সতেরো বিশ্বকাপের প্রথম ম্যাচ।

আরও পড়ুন  জানেন দু'বছরে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের জন্য কত টাকা খরচ হয়েছে?

.