পালানোর ৬ ঘণ্টার মধ্যেই ফের পুলিসের জালে ৩ বন্দি

পালানোর ছ ঘণ্টার মধ্যেই ধরা পড়ে গেল তিন বিচারাধীন বন্দি। মালদহে কার্যত হাঁফ ছেড়ে বাঁচল পুলিস-প্রশাসন। গতকাল গভীর রাতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রিজনারস সেল থেকে পালিয়ে যায় ওই তিন বন্দি। জোসেফ টুডু, জর্দেশ শেখ ও ঝন্টু মহলদার নামে ওই তিন বন্দি হাসপাতালে বাথরুমের জানালার গ্রিল ভেঙে পালায়।

Updated By: Jun 17, 2017, 03:04 PM IST
পালানোর ৬ ঘণ্টার মধ্যেই ফের পুলিসের জালে ৩ বন্দি

ওয়েব ডেস্ক : পালানোর ছ ঘণ্টার মধ্যেই ধরা পড়ে গেল তিন বিচারাধীন বন্দি। মালদহে কার্যত হাঁফ ছেড়ে বাঁচল পুলিস-প্রশাসন। গতকাল গভীর রাতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রিজনারস সেল থেকে পালিয়ে যায় ওই তিন বন্দি। জোসেফ টুডু, জর্দেশ শেখ ও ঝন্টু মহলদার নামে ওই তিন বন্দি হাসপাতালে বাথরুমের জানালার গ্রিল ভেঙে পালায়।

ঘটনার জেরে চরম অস্বস্তিতে পড়ে পুলিস। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। মুখ বাঁচাতে তড়িঘড়ি অ্যাকশন নেয় পুলিস। চিরুণি তল্লাসি শুরু হয়ে যায়। চারদিকে নাকাবন্দি করে দেওয়া হয়। বিচারাধীন বন্দিদের বাড়িতেও পৌছে যায় পুলিস। গ্রেফতার হয় ফেরার তিন জনই।

আরও পড়ুন, ২৪ ঘণ্টার খবরের জের, অপসারিত দমদম জেলের সুপার নবীন সাহা

.