দীর্ঘ চিকিত্সার পর সম্পূর্ণ সুস্থ ক্যানিংয়ের পেরেকবিদ্ধ শিশু

Updated By: Aug 1, 2017, 12:31 PM IST
দীর্ঘ চিকিত্সার পর সম্পূর্ণ সুস্থ ক্যানিংয়ের পেরেকবিদ্ধ শিশু

ওয়েব ডেস্ক: টানা সতেরো দিনের লড়াই সফল। দীর্ঘ চিকিত্সার পর সম্পূর্ণ সুস্থ  ক্যানিংয়ের পেরেকবিদ্ধ শিশু। জটিল অস্ত্রোপচারে বেঁচেছে চোখ। সেরেছে মস্তিষ্কের ক্ষতও। আজই মুক্তি NRS থেকে। গতমাসের পনেরো তারিখ চোখে পাঁচ ইঞ্চির পেরেক নিয়ে কলকাতায় নিয়ে আসা হয় কুমিরমারির বাসিন্দা বছর আটেকের করমি  মোল্লাকে। সকালে বাঁশে মাচার উপর থেকে কুলো পাড়তে যায় সে । তখনই পেরেকটি  প্রায় দুই ইঞ্চি ঢুকে যায় করিমের চোখে। তাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে।

কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে রেফার করে দেন তাঁরা। একের পর এক হাসপাতালে চক্করের পর শেষমেশ  চব্বিশ ঘণ্টায় খবর সম্প্রচারের পর ঠাঁই মেলে  NRS  হাসপাতালে। উদ্যোগী হয় মুখ্যমন্ত্রীর দফতরও। দফায় দফায় চলে পরীক্ষা। একের পর এক অস্ত্রোপচার। যুঝতে থাকে ছোট্টো করিম। হাল ছাড়েননি চিকিত্সকরাও। লড়ে গেছেন সর্বস্ব দিয়ে। আজ সেই সব লড়াইয়ের চূড়ান্ত পাওনা। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে করমি মোল্লা। 

বৃদ্ধাকে পাথর দিয়ে থেতলে শরীর থেকে গয়না খুলে নিয়ে পালাল দুষ্কৃতীরা

পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আরামবাগ আর পুরশুরায়

.