নিম্নচাপ বাড়তেই ডেঙ্গির আশঙ্কা বাড়চ্ছে রাজ্যে

নিম্নচাপের জেরে অসময়ের বৃষ্টি। নতুন করে বাড়িয়ে তুলছে ডেঙ্গির আশঙ্কা। বিধি বাম। তাই, যতদূর সম্ভব গা ঢাকা জামা-কাপড় পড়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।  

Updated By: Nov 15, 2017, 09:06 PM IST
নিম্নচাপ বাড়তেই ডেঙ্গির আশঙ্কা বাড়চ্ছে রাজ্যে
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: নিম্নচাপের জেরে অসময়ের বৃষ্টি। নতুন করে বাড়িয়ে তুলছে ডেঙ্গির আশঙ্কা। বিধি বাম। তাই, যতদূর সম্ভব গা ঢাকা জামা-কাপড় পড়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।  

পরিষ্কার আকাশে দিব্যি টের পাওয়া যাচ্ছিল শীতের আমেজ। আশঙ্কার মেঘ কাটার আশাও দেখা যাচ্ছিল। আচমকা বৃষ্টিতে ফের ছন্দপতন। বাড়াচ্ছে চিন্তা।

আরও পড়ুন- অগ্নিশর্মা অনুব্রত! পুলিসকে ধমকে-চমকে আবারও শিরোনামে কেষ্ট

নিম্নচাপের জেরে অসময়ের বৃষ্টিতে নতুন করে জল জমেছে। শুষ্ক হাওয়ার পথে বাধা তৈরি হওয়ায় শীতের আগমনও গেল পিছিয়ে। জমা জল, আর্দ্রতা, তাপমাত্রা কমার পথে বাধা - সব মিলিয়ে মশার বংশবিস্তারের আদর্শ পরিবেশে নতুন করে ডেঙ্গি মাথা চাড়া দেওয়ার আশঙ্কা।

আরও পড়ুন- শুরু হল প্রাইমারি টেট-এ ফর্ম ফিল আপ, জেনে নিন নতুন নিয়ম

পরিবেশ যখন বিরূপ, তখন সাবধান হতে হবে নিজেদেরই। বলছেন চিকিত্‍সকরা। আশার কথা, আবহবিদরা বলছেন নিম্নচাপের ভ্রুকুটি বেশিদিন স্থায়ী হবে না। বৃষ্টি থামুক, আসুক শীত। এখন একটাই প্রার্থনা প্রশাসনের কর্তা থেকে আমজনতার।

.