ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরও ছাত্র ভর্তির দাবিতে গভীর রাত পর্যন্ত ঘেরাও থাকলেন অধ্যক্ষ

Updated By: Aug 4, 2017, 09:39 AM IST
ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরও ছাত্র ভর্তির দাবিতে গভীর রাত পর্যন্ত ঘেরাও থাকলেন অধ্যক্ষ

ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কড়া শাসনের পরও বাগে আনা যায়নি তা প্রমাণ হল মগরার গোপাল ব্যানার্জি কলেজে। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরও ছাত্র ভর্তির দাবিতে গভীর রাত পর্যন্ত ঘেরাও থাকলেন অধ্যক্ষ। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। কিন্তু ভর্তি প্রক্রিয়ার পরও কী করে ছাত্রদের ভর্তি করা যায়?  আন্দোলনকারী ছাত্রদের দাবি, তারা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে জেনেছে তা সম্ভব। অধ্যক্ষ চিঠি দিলেই ভর্তি হতে পারবেন ছাত্ররা। ছাত্রদের চাপে চিঠিও দিয়েছিলেন অধ্যক্ষ সুব্রত মণ্ডল। কিন্তু তাঁর দাবি, এখনও জবাবি চিঠি আসেনি। ছাত্রদের বক্তব্য, অধ্যক্ষ চিঠি দিয়েছেন বাণিজ্য বিভাগে ভর্তি হওয়ার। অথচ তাঁদের দাবি ছিল কলা বিভাগে ১১৭ জনকে ভর্তি করার। বৃহস্পতিবার বিকেল থেকে অধ্যক্ষকে ঘেরাও করে রাখে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। গভীর রাতে গিয়ে ছাত্রদের হটিয়ে দেয় পুলিস।  এরপরই কলেজ ছাড়েন অধ্যক্ষ।

.