মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা

প্রতীক্ষার পালা শেষ। মে মাসের শেষেই  মাধ্যমিকের রেজাল্ট। আর তার পরই পালা উচ্চমাধ্যমিকের। সংসদ সূত্রে খবর, ৩১মে থেকে ২রা জুনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে।

Updated By: May 4, 2017, 11:08 PM IST
মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা

ওয়েব ডেস্ক: প্রতীক্ষার পালা শেষ। মে মাসের শেষেই  মাধ্যমিকের রেজাল্ট। আর তার পরই পালা উচ্চমাধ্যমিকের। সংসদ সূত্রে খবর, ৩১মে থেকে ২রা জুনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে।

পরীক্ষা শেষ হয় তেসরা মার্চ। আড়াই মাসের মধ্যে বেরোচ্ছে মাধ্যমিকের ফল। ২৪-৩১ মে-র মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ।
এবছর পরীক্ষায় বসে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। গত বছর পরীক্ষা আগে হওয়ায় ফল বেরিয়েছিল মে মাসের গোড়াতেই। কিন্তু, এবার অন্যান্যবারের মতো নির্দিষ্ট সময়ে পরীক্ষা হওয়ায় মে মাসের গোড়ার ফল প্রকাশ করা যাচ্ছে না।

মাধ্যমিকের ঠিক পরই বেরোবে উচ্চমাধ্যমিকের ফল। ৩১মে- ২ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। পয়লা অথবা দোসরা জুন ফল প্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংসদ। তবে আগে ক্রুটিনি কমপ্লিট হয়ে গেলে ৩১ মে ও বেরোতে পারে ফল। এবছর পরীক্ষা হয় মার্চ মাসের শেষে। (আরও পড়ুন- জাল সার্টিফিকেটে দেদার প্র্যাকটিস, CID জালে সরকারি হাসপাতালের চিকিত্সক)

.