ঝাঁ চকচকে তিন তলা বাড়ির পুরোটাই এসি , শপিং মল নয়, এটা তৃণমূলের পার্টি অফিস

তিন তলা পার্টি অফিসের প্রতিটি ঘর শীতাতপ নিয়ন্ত্রিত। মেঝেতে দামি মার্বেল। রয়েছে ফলস সিলিং। রয়েছে লিফ্টও। ভিতরে ঢুলকে আধুনিক শপিংমল বলে ভুল করতে পারেন অনেকেই। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জন্য রয়েছে নিজস্ব কক্ষ।

Updated By: Jul 14, 2018, 04:03 PM IST
ঝাঁ চকচকে তিন তলা বাড়ির পুরোটাই এসি , শপিং মল নয়, এটা তৃণমূলের পার্টি অফিস

নিজস্ব প্রতিবেদন: ছবি দেখে ভুল হতেই পারে। তবে না, এটা কোনও বহুজাতিক সংস্থার দফতর বা শপিং মল নয়। এটা তৃণমূলের পার্টি অফিস। শনিবার রথযাত্রার দিন বীরভূমের বোলপুর চৌরাস্তায় উদ্বোধন হল তৃণমূলের ঝাঁ চকচকে পার্টি অফিসের। জেলার নেতাদের দাবি, কলকাতার বাইরে দলের এত বিলাসবহুল পার্টি অফিস নেই কোথাও। 

এদিন নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কনফারেন্স হলে জেলার ১৯টি ব্লক সভাপতিকে নিয়ে সভাও করেন তিনি। হাজির ছিলেন জেলা তৃণমূলের ছোট বড় নানা মাপের নেতারা। 

তিন তলা পার্টি অফিসের প্রতিটি ঘর শীতাতপ নিয়ন্ত্রিত। মেঝেতে দামি মার্বেল। রয়েছে ফলস সিলিং। রয়েছে লিফ্টও। ভিতরে ঢুলকে আধুনিক শপিংমল বলে ভুল করতে পারেন অনেকেই। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জন্য রয়েছে নিজস্ব কক্ষ। এছাড়া আলাকা কক্ষ বরাদ্দ হয়েছে জেলার ২ মন্ত্রীর জন্যও। তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের জন্য রয়েছে আলাদা আলাদা ঘর। গোটা পার্টি অফিসে রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। 

নবনির্মিত পার্টি অফিসে রয়েছে নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা। প্রতিটি কোণে রয়েছে সিসিটিভি। ভবনে প্রবেশের সময় নাম ঠিকানা লেখা বাধ্যতামূলক। 

পুলিসের কাছে শিশু বিক্রির কথা স্বীকার করলেন মিশনারিজ অব চ্যারিটির সন্ন্যাসিনী

কোটি টাকা ব্যয়ে এম পার্টি অফিস জেলায় কোথাও নেই বলে দাবি তৃণমূলের জেলার নেতাদের। যদিও অনুব্রত মণ্ডল বলেন, "এই পার্টি অফিসে রাজ্যের সমস্ত তথ্য থাকবে। সবার সুবিধার্থে এই অফিসটি করেছি।'' কিন্তু পার্টি অফিস তৈরির জন্য এত টাকা এল কোথা থেকে? অনুব্রতবাবু জানিয়েছেন, জেলার সরকারি ঠিকাদারদের দেওয়া অনুদানে তৈরি হয়েছে এই পার্টি অফিস।

.