পদ্মের পালে হাওয়া পুরুলিয়ার, ঘাসফুলের হাতছাড়া হচ্ছে ৫ পঞ্চায়েত সমিতি

২০১৩-র নির্বাচনে হাতে গোনা কয়েকটি গ্রাম পঞ্চায়েত জিতেছিল বিজেপি।

Updated By: May 17, 2018, 08:01 PM IST
পদ্মের পালে হাওয়া পুরুলিয়ার, ঘাসফুলের হাতছাড়া হচ্ছে ৫ পঞ্চায়েত সমিতি

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে তৃণমূলের জয়জয়কার। কিন্তু এর মাঝেই বেশকিছু জেলায় শক্ত আঁচড় কেটেছে বিজেপি। যারমধ্যে উল্লেখযোগ্য হল পুরুলিয়া। জঙ্গলমহলের এই জেলায় ৫টি পঞ্চায়েত সমিতি ঘাসফুলের হাতছাড়া হতে চলেছে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পুরুলিয়ার আড়শা, রঘুনাথপুর ১, রঘুনাথপুর ২, বাঘমুণ্ডি, বড়াবাজারে বড়সড় বিপর্যয়ের মুখে শাসকদল। এই ৫টি পঞ্চায়েত সমিতিই তৃণমূলের হাতছাড়া হতে চলেছে। সেখানে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বিজেপি।

আরও পড়ুন, বাঁকুড়ায় ৫টি গ্রাম পঞ্চায়েত জয় বিজেপির, খাতা খুলছে উত্তর দিনাজপুরেও

উল্লেখযোগ্যভাবে, পুরুলিয়ায় হারের মুখে জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতর ছেলে সুদীপ মাহাতও। বলরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুদীপ। প্রসঙ্গত, ২০১৩-র নির্বাচনে হাতে গোনা কয়েকটি গ্রাম পঞ্চায়েত জিতেছিল বিজেপি। সেখান থেকে এবার শাসকদলের পালের হাওয়া কার্যত অনেকটাই কেড়ে নিল গেরুয়াবাহিনী।

আরও পড়ুন, 'বাঘ' মারল বিজেপি!

এর নেপথ্য কারণ হিসেবে উঠে আসছে, জঙ্গলমহলের জেলায় জেলায় বজরং দলের বাড়বাড়ন্ত আধিপত্য। হিন্দুত্বের হাওয়াতেই পুরুলিয়ায় বিজেপি ব্যাপকভাবে উঠে এল বলে মত ওয়াকিবহল মহলের।

.