রথের নামে বানানো হয়েছে পাঁচ তারা হোটেল, বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রীর

সোমবার সকালে পোস্তা ব্যবসায়ী সমিতির আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

Updated By: Nov 12, 2018, 07:19 PM IST
 রথের নামে বানানো হয়েছে পাঁচ তারা হোটেল,  বিজেপিকে খোঁচা  মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন:  “রথের নামে পাঁচ তারা হোটেল বানিয়েছে।”  বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে পোস্তা ব্যবসায়ী সমিতির আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্বোধনের পর বিজেপির রথযাত্রা নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “রামের নামে আসলে ভোট চাইছে ওরা।”  তিনি আরও বলেন, “রথ তো নয়, রথের নামে পাঁচ তারা হোটেল বানিয়েছে ওরা।”

আরও পড়ুন: ছট পুজোয় এবার ২ দিন ছুটি, বড় ঘোষণা নবান্নের

বিজেপির রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য, এভাবে গেরুয়া শিবির মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে।  ছত্তিশগড়ে মাওবাদী হামলা নিয়েও বিজেপিকে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “১৫ বছরে মাওবাদী সমস্যা সমাধানে ব্যর্থ বিজেপি। কী করছে ওরা। বিজেপি সরকার ব্যর্থ।” এরপরই তিনি বলেন, “বাংলায় ২ বছরে মাওবাদী সমস্যার সমাধান করেছি আমরা।”

বিজেপির রথযাত্রা নিয়ে সরগরম পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। গত শনিবার মালদহে এক জনসভায় বিজেপির মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি লকেট চট্টোপাধ্যায় হুমকি দিয়ে বলেছেন, ‘বাংলায় রথযাত্রা আটকানোর চেষ্টা যাঁরা করবেন, তাঁদের রথের চাকাতেই পিষে মারা হবে।’ তিনি আরও বলেছেন, ‘বিরোধীদের রথযাত্রা আটকানোর সাহস নেই। কারণ, মানুষ এই রাজ্যে রথযাত্রা চাইছে।’  হালকা চালেই লকেটকে  পাল্টা উত্তর দিয়েছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

.