পঞ্চমীতে বন্দুক ঠেকিয়ে জোড়া ছিনতাই

রবিবার   সন্ধ্যায় জলপাইগুড়ি  গোশালমোড়ে বন্দুক দেখিয়ে  আলিপুরদুয়ারের এক ব্যাবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে।

Updated By: Oct 15, 2018, 11:56 AM IST
পঞ্চমীতে বন্দুক ঠেকিয়ে জোড়া ছিনতাই

নিজস্ব  প্রতিবেদন: একদিকে, মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই, অন্যদিকে, বন্দুক ঠেকিয়ে মোটরবাইক ছিনতাই।  পঞ্চমীতে  জোড়া ছিনতাইয়ে চাঞ্চল্য জলপাইগুড়িতে। 

রবিবার   সন্ধ্যায় জলপাইগুড়ি  গোশালমোড়ে বন্দুক দেখিয়ে  আলিপুরদুয়ারের এক ব্যাবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে।আলিপুর দুয়ার থেকে বাসে এসে গোশালামোড়ে নামার পর টোটো ধরে শহরে  যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। পথে টোটো চালকের  কাছে ফোন আসে। এরপর টোটোচালক দেবজ্যোতি দত্ত  নামে ঐ ব্যাবসায়ীকে মারোয়ারি শ্মশানের সামনে নামিয়ে চলে যায়। অন্ধকার রাস্তায় বাইকে দুই  ছিনতাইকারী গিয়ে বন্দুক ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে চম্পট দেয়।

অন্যদিকে, মাথায় বন্দুক ঠেকিয়ে মোটর বাইক ছিনতাইয়ের  ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়িতে। ছিনিয়ে নেওয়া হয় সোনার চেন ও মোবাইল, মানিব্যাগ। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ময়নাগুড়ি লাটাগুড়িগামী জাতীয় সড়কে ময়নাগুড়ি বিএড কলেজের সামনে। ছিনতাইবাজরা এদিন রাতে ময়নাগুড়ি রাখালহাট বড়গিলার বাসিন্দা পেশায় গাড়ির চালকের পথ আটকে ছিনতাই করে। ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। দুটি ঘটনাই এক গ্যাং- এর কিনা, তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি।

.