মোর্চার আন্দোলনে ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে সরকারের, হাইকোর্টে রিপোর্ট পেশ আজ

মোর্চার আন্দোলনে পাহাড়ে প্রায় দেড়শো কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। নবান্নে এই রিপোর্ট জমা দিল দার্জিলিং ও কালিম্পং প্রশাসন। আজ হাইকোর্টে এই হিসেবই জমা দিতে চলেছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী, বনধের জেরে আটই জুন থেকে বিশে জুনের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই দেড়শো কোটি টাকার ক্ষতি হয়েছে পাহাড়ে। গত সপ্তাহেই পাহাড় বনধকে বেআইনি আখ্যা দেয় হাইকোর্ট। কত ক্ষতি হয়েছে রাজ্য সরকারকে সেই হিসেব জমা দিতে বলা হয়। আজ ফের মামলার শুনানি। দার্জিলিং ও কালিম্পং প্রশাসনের তরফে পাঠানো রিপোর্ট হাইকোর্টে জমা দেবেন স্বরাষ্ট্রসচিব। আরও পড়ূন- পাহাড়ে কী চায় বিজেপি? এখনও স্পষ্ট নয়   

Updated By: Jun 22, 2017, 09:16 AM IST
মোর্চার আন্দোলনে ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে সরকারের, হাইকোর্টে রিপোর্ট পেশ আজ

ওয়েব ডেস্ক: মোর্চার আন্দোলনে পাহাড়ে প্রায় দেড়শো কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। নবান্নে এই রিপোর্ট জমা দিল দার্জিলিং ও কালিম্পং প্রশাসন। আজ হাইকোর্টে এই হিসেবই জমা দিতে চলেছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী, বনধের জেরে আটই জুন থেকে বিশে জুনের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই দেড়শো কোটি টাকার ক্ষতি হয়েছে পাহাড়ে। গত সপ্তাহেই পাহাড় বনধকে বেআইনি আখ্যা দেয় হাইকোর্ট। কত ক্ষতি হয়েছে রাজ্য সরকারকে সেই হিসেব জমা দিতে বলা হয়। আজ ফের মামলার শুনানি। দার্জিলিং ও কালিম্পং প্রশাসনের তরফে পাঠানো রিপোর্ট হাইকোর্টে জমা দেবেন স্বরাষ্ট্রসচিব। আরও পড়ূন- পাহাড়ে কী চায় বিজেপি? এখনও স্পষ্ট নয়   

.