তারকেশ্বরে দিলীপকে পুজো দিতে বাধা! মিথ্যা অভিযোগ, দাবি তৃণমূলের

Updated By: Oct 13, 2017, 12:40 PM IST
তারকেশ্বরে দিলীপকে পুজো দিতে বাধা! মিথ্যা অভিযোগ, দাবি তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন: তারকেশ্বরের শিব মন্দিরে পুজো দিতে গিয়ে বাধা পাওয়ার অভিযোগ করলেন দিলীপ ঘোষ। বিজেপি সভাপতির অভিযোগ, "সেবায়তকে ধমকি দিয়েছে তৃণমূল। দোকান বন্ধ করে দেওয়া হবে, এই হুমকির কারণেই ভয় পেয়েছেন পূজারি। এখন আমাদের ধমকি দিচ্ছে, এবার বাবাকেও (শিব) ধমকি দেবে।" যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। রাজ্যের শাসক দলের পাল্টা দাবি, "এখানে রাজনীতি করতে এসেছেন দিলীপ ঘোষ। মিডিয়ায় হাইলাইট হতেই এইসব করছেন উনি।" একই সঙ্গে তৃণমূলের এক স্থানীয় নেতা জানান, "উনি (দিলীপ ঘোষ) এসে মন্দিরে পুজো দিয়ে গিয়েছেন, এর থেকে ভাল আর কী হতে পারে? তবে উনি যদি ভাবেন এখানে রাজনীতি করবেন, সেটা আমরা করতে দেব না।" 

আরও পড়ুন- নারদ তদন্ত: মেয়রের ঘরে সিবিআই, চলছে জিজ্ঞাসাবাদ

সূত্রের খবর, বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অবশেষে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে পেরেছেন। 'ভালো ভাবেই পুজো হয়েছে', জানিয়েছেন দিলীপ ঘোষের সহকারী। এদিন মন্দিরে পুজো দেওয়ার পরই সেখান থেকে দলের একটি বৈঠকে যোগ দেন তিনি। সম্প্রতি পাহাড়ে গিয়েও অবরোধের মুখে হেনস্থার শিকার হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।   

.