দিঘায় ভরা ষাঁড়াষাড়ি কোটাল, হু হু করে জল ঢুকছে সৈকত নগরীতে

Updated By: Aug 21, 2017, 12:01 PM IST
দিঘায় ভরা ষাঁড়াষাড়ি কোটাল, হু হু করে জল ঢুকছে সৈকত নগরীতে

ওয়েব ডেস্ক: দিঘায় ভরা ষাঁড়াষাড়ি কোটাল । রেকর্ড পরিমাণ জলোচ্ছ্বাস যা বিগত কয়েক বছরে দেখা যায়নি । ঢেউয়ের উচ্চতা ১০ থেকে ১৫ ফুট । হু হু করে জল ঢুকছে সৈকত নগরীতে । উপচে পড়া পর্যটকদের ভিড় । জানা গিয়েছে, আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন ।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার জগদ্দলে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিস । পুলিসের দুটি জিপে ভাঙচুর চালানো হয় । আক্রান্ত হন এক সাব ইন্সপেক্টর, এক পুলিস কনস্টেবল ও একজন সিভিক পুলিসকর্মী । তাদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি ।

মালদহে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

.