ফলপ্রকাশ হল উচ্চ-মাধ্যমিকের, ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম অর্চিষ্মাণ পাণিগ্রাহী

ফল প্রকাশ হল উচ্চ-মাধ্যমিকের। মাধ্যমিক, আইসিএসসি, আইএসসির ফল প্রকাশ হয়ে গিয়েছে। এবার পালা উচ্চ-মাধ্যমিকের। পরীক্ষা শেষের ২ মাসের মাথাতেই ফলপ্রকাশ।

Updated By: May 30, 2017, 11:26 AM IST
ফলপ্রকাশ হল উচ্চ-মাধ্যমিকের, ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম অর্চিষ্মাণ পাণিগ্রাহী

ওয়েব ডেস্ক: ফল প্রকাশ হল উচ্চ-মাধ্যমিকের। মাধ্যমিক, আইসিএসসি, আইএসসির ফল প্রকাশ হয়ে গিয়েছে। এবার পালা উচ্চ-মাধ্যমিকের। পরীক্ষা শেষের ৬১ দিনের মাথাতেই ফলপ্রকাশ। এবছর মোট ৭ লক্ষ ৮৩ হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এবছর পাশের হার ৮৪.০২ শতাংশ। ড্রপ আউটের হার ১ শতাংশের কম। মেয়েদের পাশের হার ৮৪.২৬ শতাংশ।  পাশের হার বেড়েছে ০.৫৫ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৫.১৫ শতাংশ। ছাত্রীদের পাশের হার বেড়েছে ১ শতাংশ। প্রথম বিভাগে পাশ করেছে ৪২ শতাংশ পরীক্ষার্থী। ৫৬টি কেন্দ্র থেকে মার্কশিট বিরতণ হবে।  উচ্চ-মাধ্যমিকে প্রথম অর্চিষ্মাণ পাণিগ্রাহী। ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে সে।। অর্চিষ্মাণ হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র। যুগ্ম দ্বিতীয় উপমন্যু চক্রবর্তী (কলকাতা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন) ও মায়াঙ্ক চট্টোপাধ্যায় (হুগলি, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়)। ৯৮.৪ শতাংশ নম্বর পেয়েছে দুজনেই। যুগ্ম তৃতীয় শুভম সিনহা (আরামবাগ হাইস্কুল, হুগলি) ও সুরজিত্‌ লোহার (বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া)। ৯৭.৮ শতাংশ নম্বর দুজনের।

চতুর্থ হয়েছে, চিন্ময় অধিকারী, জলপাইগুড়ি। ৯৭.২ শতাংশ নম্বর পেয়েছে। ও আদর্শ আগরওয়াল।

পঞ্চম, মোহিত কুমার, আসানসোল, ৯৭ শতাংশ নম্বর পেয়েছে।

ষষ্ঠ, মঞ্জিষ্ঠা সাহা (কলকাতা), ৯৭ শতাংশ। মেয়েদের মধ্যে প্রথম।

সপ্তম- সৃজয় মল্লিক (জলপাইগুড়ি), ৯৬ শতাংশ।

সুপ্রকাশ পাল (দমদম) ৯৬ শতাংশ

রণদীপ কুমার মাহাত

অষ্টম- সায়ন মল্লিক (রহড়া), ৯৬.৪ শতাংশ

সুপ্রতীম কুণ্ডু (কলকাতা)।

অর্চিষ্মাণ ভট্টাচার্য (তমলুক)

অলিপ্রিয়া দাস (কলকাতা)

নবম- দিব্যদীপ চট্টোপাধ্যায় ( উত্তরপাড়া)  ৯৬.২ শতাংশ ।

শুভদীপ পাল (বাঁকুড়া)

মানবেন্দ্র দাস (কলকাতা)

সায়ন্তী কুণ্ডু (বাঁকুড়া)

দশম- কুশল মোদক (রায়গঞ্জ)। ৯৬ শতাংশ।

জয়শ্রী নন্দী

আজ উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে উচ্চ-মাধ্যমিকের ফল দেখবেন? জেনে নিন

.