সাইকেল নেই; হাতির ছানা চাই, বিট অফিসারের কাছে আজব বায়না নবাড়ুর

লাটাগুড়ির পর এবার বৈকুন্ঠপুর জঙ্গলের মান্তাদরি এলাকায় আটক হাতির পাল

Updated By: Dec 4, 2017, 08:55 PM IST
সাইকেল নেই; হাতির ছানা চাই, বিট অফিসারের কাছে আজব বায়না নবাড়ুর

নিজস্ব প্রতিবেদন: 'হাতি চাই'- দামুর মতো বায়না ধরল ললিতাবাড়ি গ্রামের বাসিন্দা নবাড়ু রায়।

কী করবে নবাড়ু সেই হাতি নিয়ে? দামু তো না হয় ছোট্ট মেয়ের জন্য হন্যে হয়ে হাতি খুঁজেছিল। কিন্তু নবাড়ু? তিনিও কি তাহলে কারও আবদার মেটাতেই হাতি চাইছেন? না। সাইকেল নেই তাই হাতি চড়ে ঘুরে বেড়াবে নবাড়ু রায়, এমনই অদ্ভুত আবদার করে বসলেন বিট অফিসারের কাছে।

বিট অফিসার জানান, ‘হাতির ছানা দেখে বিট অফিসারের কাছে  আজব বায়না জুড়ে দিল ললিতাবাড়ি গ্রামের বাসিন্দা নবাড়ু রায়। একটি হাতির ছানা তার চাই। তার নাকি সাইকেল নেই তাই হাতির ছানার পিঠে চড়ে এলাকায় বেরাবেন তিনি। কিন্তু এই বায়না মেটানো সম্ভব নয়।‘

উল্লেখ্য, লাটাগুড়ির পর এবার বৈকুন্ঠপুর জঙ্গলের মান্তাদরি এলাকায় আটক হাতির পাল। মান্তাদড়ি থেকে ললিতাবাড়ি যাবার পথে ফটো শিকারি এবং অতি উৎসাহীদের ঘেরাটোপে গ্রামে বন্দি হয়ে পড়ে হাতির একটি দল। দু রাউন্ড শুন্যে গুলি চালিয়েও হাতির দলকে জঙ্গলে ফেরাতে না পেরে এখন দুর্ঘটনার আশঙ্কায় বন কর্মীরা।

আরও পড়ুন-ভাল কথায় কাজ না হলে পাকিস্তানে জঙ্গিদের সাফ করে দেব আমরাই, বললেন মার্কিন গোয়েন্দাপ্রধান

.